ক্যাপ্টেন এর বিশ্বরেকর্ড, দুরন্ত জয় ~ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ক্যাপ্টেন এর বিশ্বরেকর্ড, দুরন্ত জয় ~ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ওয়েব ডেস্কঃ মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ দারুনভাবে শুরু করল মিতালির নেতৃত্বে ভারতের মহিলা ক্রিকেট টিম। ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশটিমকে ৩৫রানে হারিয়ে শুরুহল জয়যাত্রা। সাথে বাড়তি পাওনা মিতালির টানা ৭টি হাফ সেঞ্চুরির বিশ্বরেকর্ড

ক্যাপ্টেন-কুলঃ ব্যাটিং করতে যাওয়ার আগে বই পড়ে নিজের মানসিক প্রস্তুতিতে মগ্ন মিতালি রাজ

এদিন টস জিতে, ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। দুই ওপেনার মান্ধানা ও পুনমের সৌজন্যে উইকেট না হারিয়ে ১৪৪ রান তুলে ফেলে ভারত, (মান্ধানাঃ ৯০ (৭২) / পুনমঃ ৮৬(১৩৪)) এর পর ব্যাট হাতে নামেন মিতালি (৭১) হরমনপ্রীত রাউত (২৪)। ৫০ওভারের শেষে স্কোর গিয়ে দাঁড়ায় ২৮১-৩

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধাক্কা খেতে থাকেন ইংল্যান্ড ক্রিকেটাররা, ফ্রান উইলসন ৮১, এবং অধিনায়ক নাইট ৪৬ ছাড়া প্রতিরোধ গড়তে পারেননি কোনো ইংল্যান্ড প্লেয়ার। ৪৭.৩ ওভার ে ইংল্যান্ড এর ইনিংস শেষ হয়ে যায় ২৪৬ রানে।

ভারতের হয়ে ভালো বল করেন দীপ্তিঃ ৩-৪৭ এবং শিখাঃ ২-৩৫, বাংলার পেসার ঝুলন গোস্বামী সাত ওভারে ৩৯ রান দিলেও কোনো উইকেট পাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here