Home ব্লগবাজি ক্রনিক সময় ~ সুচেতনা সেন

ক্রনিক সময় ~ সুচেতনা সেন

ক্রনিক সময়  ~    সুচেতনা সেন
ক্রনিক সময়
******************

সময়ের কৌণিক পরিবর্তন -
গেরস্থালীর উঠান - ভিজে গামছা ;
গোধূলিবেলা মাঠে মাঠে ফলেছে ফসল -
ভিজে মাঠের গল্প আমাদের ;
চাষিদের ঘাস কেটে ঘরে ফেরা
দিন ঢলে পড়ে ;
শুকনো নদী সরু ক্ষীন শিরশির বয়ে চলে -
পাখি সব ঘরে ফেরে -
এরপর সন্ধ্যার ঘরে ঘরে আলো
ছেলে মেয়ে পড়ে ঘরে ঘরে
উনান জ্বলে , ওভেনে চলে নতুন রেসিপি ট্রাই ;
আলোচনা চলে ফসল ওঠা তরমুজের দাম -
ঘন্টা মিনিট দিন ভগ্নাংশের অংক
অনেক কিছু ভাগ করে নিই -
ভাগ করে দিই ভাগে ভাগে  -এ শরীর যন্ত্রে এখনো তোর
স্থির অনুভূতি -বড়ো বিরল কিছু
এইখানে জীবন অন্যরকম অন্য ভালোলাগা ;
আঁকার খাতা কবিতার খাতা  গুমরে কাঁদে
সব বেরঙ হয়ে যায় ধীরে ধীরে ;
এখন সময় ক্ষীণ হয়ে আসে
ভালোবাসাবাসি মিটে গেলে -
পরে থাকে শুধু শুকনো চায়ের কাপ
সেদিন শীতের সকালে কফির কাপের ধোঁয়ায়
ছিল অন্য নেশা - পূজার শাড়ি সরস্বতী পূজা ;
তুই থাকিস না পাশে এসব সকালে ;
তুই থাকিস তোর চেনা মানুষের সাথে ব্যস্ত কাজে -
চলে গেছে সেই সব দিন -

এখন এ কোন নতুন সন্ধ্যা নয় ;
পূর্নিমা চাঁদ গোল নারকেল পতার উপর কেমন মানিয়েছে ,
লাল রাস্তা - রাস্তার আলো উজ্জল  ;
সারাদিন মনের মধ্যে আছিস তুই - কেমন শরীরি অশরীরি ;
বেহায়া আমি মনে মনে মরি শুধু তোর কথা ভেবে ;
জানি তোর হৃদয়ে
একটাও ফিলিংস নাই আমার তরে -
ঈশ্বর করুণ যেন কোনদিন না থাকে ;
পড়াতে বসি - সাদা আলো
পাখার হাওয়া নেমে আসে ;
ধূপের সুগন্ধি বাতাস - কেমন পূজাময় ঘর ;
হয়ত তুই আর কোনদিন ফোন করবি না -
সব রাগারাগি রেষারেষি ঠিক ভুলের পাঠ গেছে চুকে ;
বিরক্তিকর বোঝাটা তোর নেমে গেছে মাথা থেকে
তোর ঘরে এখন মুক্তি আর স্বস্তির বাতাস ;
আমার ক্রনিক সময় - আছোলা কিছু ;
ছুলে নিই উড পেনসিল ; এবার সমুদ্র -
সুমুদ্দুর ঢেউ - হৃদয়ের ঘরখানা ফাঁকা করে
চলে গেছে কেউ ।

সুচেতনা সেন ~  11/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here