Home ব্লগবাজি ছুঁতে চাইনি তোকে ~ সুচেতনা সেন

ছুঁতে চাইনি তোকে ~ সুচেতনা সেন

ছুঁতে চাইনি তোকে    ~      সুচেতনা সেন
ছুঁতে চাইনি তোকে ~


ছুঁতে চাইনি তোকে
ছুঁতে চেয়েছিলাম তোর বিশ্বাসকে
ছুঁতে চেয়েছিলাম তোর সাথে দু পা হেঁটে চলার নির্ভরতাকে
এইটুকু আমার শুরু ছিল - স্থিতি ছিল - আর এতেই শেষ ছিল ;
পাশ ফিরে শুই
শরীর গুটিয়ে নিই যেন -
নির্ভরতার আঙুলের ছোঁয়া কেমন বেরঙ হয়ে যায়
তোর একান্ত স্বার্থের কাছে ;
আমার আঙুলের ছোঁয়া কেমন অসাড় হয়ে আসে
তোর উরু ছুঁয়ে ; সে ছোঁয়া এক মানবিক ভোর
চেয়েছিল একদিন -
তোর রুপের আঁচে -
পতঙ্গের মতো ঝাঁপ দিতে নিজেদের প্রস্তুত করে যারা ;
তাদের চোখ মুখ শরীরের ভাষা তুই চেয়েছিলি -ছেনেছিলি -অনুক্ষণ -
তোর প্রেম পিপাশা কামনার হলুদ রঙে ;
তোর শরীর মন নতুন ঢেউ জলে ভাসে অহরহ ;
পৃথিবীর কোথায় কোন ঢেউ জলে
কেউ হারিয়ে গেল কখন
তার বুকের শীত  লাগে না তোর শরীরে ;
নতুন ছোঁয়ায় তুই উষ্ণ হতে চাস -
নতুনেরা আসে বলে - একদিন
এই পৃথিবীর সময় রেখায় সবই হারিয়ে যায় ;
দিন চক্রে পেশা হয় মাস বছর কালের নিয়তি ;
তখন পরিযায়ী পাখির মতো নিরুদ্দেশে উড়ে গেছে আমার শরীর -
কখনো জীবাষ্মের মতো পাথরে ছাপ থেকে যায় সাদা কঙ্কালের ;
এইখানে - মাংসপিণ্ডের খেলা শেষ হলে পরে -
সেইদিন তোর কথা মনে লয়ে আমি আর হাঁটছি না পৃথিবীর 'পরে ।


সুচেতনা সেন~ 05/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here