Home ব্লগবাজি জাগরণ ~ আজিজ আহমেদ

জাগরণ ~ আজিজ আহমেদ

জাগরণ    ~      আজিজ আহমেদ
 জাগরণ
*********************
                                       

আমার বিশ্বাস
এখনও রোদ আছে।
তোমার আঁচলে রক্তের দাগ
শুকিয়ে যাবে একদিন।
কিন্তু বুকের দাগটার কি করবে?
স্বপ্ন ভাঙার টুকরো তোমার পায়ে ফুটছে প্রতিদিন
আত্মাহুতির রক্ত চুঁইয়ে পড়ছে
তোমার মস্তিষ্কের আঁধার গহ্বরে।
আমার বিশ্বাস
এখনও রাত্রি বাকি আছে।
সাঁতরে পার হয়ে এসো অনস্তিত্ত্বের সমুদ্র।
চোখের কোনের কাঁকরটা ধুয়ে যাবে একদিন
কিন্তু ছানি পড়া নজরটার কি করবে?
গান্ধারীর প্রেমের ইতিহাসে কালান্তরের ধুলমাটি,
আটপৌরে জীবনের নারাজ দীর্ঘশ্বাস
বনলতা বইতে পারে না আর।
মনের কাটারীতে শান দেওয়ার
এখনও আগুন বাকি আছে।
আমার বিশ্বাস
তোমার বুকের অক্ষত দাগের থাবায়
প্রতিবাদের নির্যাস এখনও বাকি আছে।
তোমার উঠোনে এখনও রোদ আছে।

 আজিজ আহমেদ ~ 31/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here