Home ব্লগবাজি জ্যাম

জ্যাম

জ্যাম

জ্যাম

,,,,,,,,,,

 

 

জ্যাম-এ পড়া বৃষ্টি ধুঁকে ধুঁকে চলছে

না থামছে, না নামছে বিরক্তিকর।

তোমার মুখটাও ওই আকাশের মত বড্ড ভার

তবু ঠোঁটের ফাঁকে দাঁতের একটু ঝিলিক-

এ অপূর্ব রূপের কিন্তু নাম একটা হয়

কি নাম দেব ভাবি আকাশ পাতাল।

দুঃসাহসী একটি তারা যেন দিশেহারা

প্রতিবাদ ত্রটিবাদ সব জ্যাম-এ আটকা পড়েছে।

জোনাকির মত আর নয় …..

হয় নেভো,নয় জ্বলে ওঠো মশালের মত।

প্যাচ্ প্যাচে কাঁদা যেন সারাটা শরীরে

সেই শৈশব থেকে……

হাঁটু কাঁদা ভেঙ্গে পথ চলার মজা

ভুক্তভোগীই শুধু জানে।

পরিশ্রান্ত প্রতিপক্ষ এখনও কি অচেতন ভাতঘুমে? শিবিরে ঘোলাটে আলো-

রাত জাগে অ-নিশাচর ক্ষমতাভোগীর মুখ

ওই পরিচিত মুখের অপরিচিত জটলা দেখি।

নাম একটা দিতেই হবে –

উপরে তাকাই….আকাশ ভরা শুধু কালো মেঘ।

ওই দুরে গুপ্তঘাতকের ছুরি ঝলসে ওঠে,

জ্যাম-এ পড়া ওই মেঘের ঝিলিকে ।।

 

শৈলেন রায়

২৯/৭/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here