Homeজয়তু জার্মানি – ২০১৮...

জয়তু জার্মানি – ২০১৮ বিশ্বকাপের হুঙ্কার!!

জয়তু জার্মানি – ২০১৮ বিশ্বকাপের হুঙ্কার!!

 

ফ্রান্সের পর প্রথম কোনও ইউরোপীয় দেশ কনফেড জিতল। আর জার্মান শুরু থেকেই প্রথমবারের মতো কনফেডারেশসন কাপ খেলতে এসে ১১টি গোল করে ফাইনালে পৌঁছে যায়। তবে খেলার হালটা চিলি ধরে রাখলেও জিতে গেল জার্মান। চিলির রক্ষণভাগে একাধিক ভুল হয়ে যায় মিস পাস। তবু ব্রাভো একবার ফসকে দেন বল। যদিও ব্রাভোর কিছুই করার ছিল না। তিনি না থাকলে জার্মানদের কাছে আরও গোল খেতে হত।

কোপা আমেরিকার শিরোপা জয়ী চিলি রোববার সেন্ট পিটার্সবার্গে শুরু থেকেই চেপে ধরে বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণকে। ম্যাচের প্রথম ২০ মিনিটে একাধিক সুযোগ তৈরি করা চিলি শুধু গোলটাই পায়নি। উল্টে ২০ মিনিটের মাথায় গোল খেয়ে বসে চিলি। ডি বক্সের বাইরে মার্সেলো দিয়াসের ভুলে বল পেয়ে যায় জার্মানির ফরোয়ার্ড টিমো ভের্নার। বল নিয়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে পরাস্ত করার বদলে এই ফরোয়ার্ড বল বাড়ান আরেক ফরোয়ার্ড স্টিনডলকে। অরক্ষিত স্টিনডল তা থেকেই গোল করেন।

পিছিয়ে পড়া চিলি আক্রমণের ধার আরও বাড়ায়, সুযোগও তৈরি করে। বারংবার আক্রমণ করতে থাকে। পুরো কনফেড-এ চিলি রক্ষণাত্মক ফুটবল খেলে থাকলেও আজ পুরো অচেনা চিলিকে মাঠে দেখা যায়। মারপিট। রেফারির সহায়তায় নাটকীয় সব কিছুই স্থিতিতে আসে। কিন্তু এত কিছু করার পরেও জার্মানীর জমাট রক্ষণ ভাঙতে পারেনি। দশ দিন আগেই গ্রুপের খেলায় দুই দল ১-১ এ ড্র করেছিল। কিন্তু আজ যেন শুরু থেকেই জার্মানরা বডি ল্যাঙ্গুয়েজে এগিয়ে ছিল। এই কনফেড টুর্নামেন্টে ভিএআর মানে ভিডিও রেফারেল প্রথম ব্যবহার করা হয়। আজও তার সঠিক ব্যবহার করেন রেফারি। ফুটবলের মাঠে দিন দিন নতুন নতুন প্রযুক্তি আশ্চর্য করে দিচ্ছে। তবে প্লেয়ারদের ভিতর মারপিট, কোচের চোখ রাঙানি এসব কাম্য নয়।

৮১ মিনিটে মাঠে আসার কিছুক্ষণের মধ্যে ৮৫ মিনিটের মাথায় সমতা আনার সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন আনহেলো সেহাল। এইরকম ভাবে তেকাঁঠিতে বল না রাখতে পারলে আলাদা করে কিছুই আর বলার থাকে না। কিন্তু বারের অনেক ওপর দিয়ে মেরে হতাশ করেন এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে সানচেজের দারুণ ফ্রি-কিক ঠেকিয়ে দেন টের স্টেগেন।  আসলে চিলি এতটাই মাথা গরম করে ফেলেছিল, যে অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না। বক্সের অনেক কাছ থেকে ফ্রিকিক পেয়েছিল শেষ লগ্নে সেটাও ভেস্তে দেয় জার্মানরা। বলা যেতেই পারে ম্যাচটা চিলিরা খেলে গেল সাতটি হলুদ কার্ডও পেলো। মারপিট করল। দুই দল মোট সাতটি হলুদ কার্ডও দেখে। তবে চ্যাম্পিয়ন হল চ্যাম্পিয়নরাই। শেষের কিছু মিনিট এক্সট্রা সময়ে মাথা গরম করে ফেলে দুই দল। তার জন্য মাঠে বেঞ্চের প্লেয়ারাও ঢুকে পরে। নাটকীয় এক খেলার নাটকীয় ট্রাজেডি হয়ে থেকে গেল চিলি। চিলি গোলে ২১ টা শর্ট করে, সেখানে জার্মান করে ৮টি। তবু রাজকীয় জয় কিন্তু ড্রাক্সলারের দলই পান। জার্মান কোচ জোকিম লো-এর মুখের আবেগগুলো আজ দেখার মতো ছিল। এ যেন যুদ্ধ জয়।

তার একটু পরেই খেলা শেষ হওয়ার বাঁশি বেজে উঠলে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে জার্মানি। জয়ের এই টেম্পোটাই জার্মানরা ধরে রাখতে চায় আগামী বছরের বিশ্বকাপে। এখন এটাই দেখার জার্মানদের এই দলের সাথে মুখোমুখি হওয়ার জন্য বাকিরা কতটা প্রস্তুত।

তবে এই দিন মাঠে উপস্থিত ছিলেন ব্রাজিলের রোনাল্ডো এবং আর্জেন্টিনার মারাদোনা। সেদিকেও নজর ছিল সকলের। তারকা, মারপিট, খেলা, কার্ড, ভিডিও রেফারেল সব নিয়ে দর্শকরা অনেক দিন মনে রাখবে এই ফাইনালকে।

এক ঝলকে দেখে নিন ফাইনাল ম্যাচের বিশেষ মুহূর্ত গুলি..

https://www.youtube.com/watch?v=_8Hu_dQcdcA

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

ভোটের বাজাারে চমক। একনাথ শিণ্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিলেন...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌

কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম। দুপুর ২.২৫ মিনিটে ফোনটি আসে প্রাক্তন বিচারপতির কাছে। তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অশোকবাবু। তার মধ্যেই কথা হয় দু’‌জনের। অশোকবাবু পরে জানান, তাঁর জীবনে এরকম ঘটনা আগে...

বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

ইডির ওপর হামলার মামলায় তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল বসিরহাট আদালত। এদিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষে শাহজাহানকে আর নিজেদের হেফাজতে চাননি তাদের আইনজীবী। তবে শাহজাহানের জামিনের আবেদনের বিরোধিতা করে তারা। এদিন আদালতে সিবিআই জানায়, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের...

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

ভোটের বাজাারে চমক। একনাথ শিণ্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিলেন অভিনেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ গোবিন্দা। সূত্রের খবর, তাঁকে প্রার্থীও করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন...

রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ৩৬টি আসন পেলে ৬ মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন তিনি। বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রের রানিকুঠিতে নির্বাচনী সভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০২১ সালে তৃণমূল সরকারকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এনেছে সিপিএম।আরও পড়ুন: ব্যক্তি...

‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা

তিনি বারবারই বলেছেন, বিবিধের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। তাঁর বক্তব্যে উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। তাঁর সভা থেকে শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি দুর্গাপুজোর উদ্বোধনও করেন, ইউনেস্কোর প্রতিনিধিদের নিয়ে রাস্তায় হাঁটেন, গুরুদ্বোয়ারায় গিয়ে পুজো...

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা

গঙ্গার তলা দিয়ে মেট্রো এখন হাওড়া পৌঁছে গিয়েছে। তাতে যাত্রীদের মধ্যে একটা খুশির হাওয়া বইছে। কম সময়ে নিরাপদে পৌঁছে যাওয়া যাচ্ছে হাওড়া স্টেশনে। এবার কলকাতা বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রো পৌঁছে যাবার উদ্যোগ নেওয়া হয়েছে। যা চলতি বছরের দুর্গাপুজোর প্রাক্কালে কাজ শেষ যাবে বলে সূত্রের...

বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর

আরও আটটি মেডিক্যাল কলেজ পাচ্ছে পশ্চিমবঙ্গ। এই আটটি নতুন মেডিক্যাল কলেজের জন্য আবেদন করা হয়েছিল। সেই আটটিরই অনুমোদন মিলেছে বলে খবর। দেশজুড়ে নতুন মেডিকেল কলেজ চালুর জন্য আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছিল। তার মধ্যে থেকে মোট ১১২টির ক্ষেত্রে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে...

Mamata calls Councillor: তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার

বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনার মধ্যেই স্থানীয় কাউন্সিলরকে ফোন তৃণমূলনেত্রী। বরাহনগর পুরসভার কাউন্সিলর রঞ্জন পালকে ফোন করে মমতা বলেন, তোমাকে প্রার্থী করতে পারলাম না। তবে ভালো প্রার্থী দিয়েছি।আরও পড়ুন: প্রচারে ব্যস্ত, ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন না...

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ উৎসবের রাশ কার হাতে থাকবে?‌ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ এই প্রশ্ন তুলে ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের দু’জন পড়ুয়া। তাঁদের অভিযোগ, গত ২১ এবং ২২ মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বরাবর...

PM Modi’s economic advisor on Kolkata: সিগারেট-মদেই ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে

জীবনে বড় কিছু করার কোনও ইচ্ছা নেই। মৃণাল সেনের সিনেমা পর্যন্তই দৌড় বাঙালিদের। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল। সিদ্ধার্থ আহলুওয়ালির 'দ্য নিওন শো' পডকাস্টে কলকাতা ও বাঙালিদের ‘অধঃপতন' নিয়ে মুখ খোলেন। তিনি দাবি করেন, বর্তমানে...

দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও

আবাস যোজনা এবং একশ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপিকে। কিন্তু তা নিয়ে গেরুয়া শিবির কোনও হেলদোল না দেখানোয় ফের সেই প্রসঙ্গ তুলে  বিজেপি তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রায় দু’সপ্তাহ ৩৫০ ঘণ্টা হয়ে গেল। বিজেপি এখনও আমার চ্যালেঞ্জ...

Rat inKMC: ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

কলকাতা পুরসভায় ইদুরের তাণ্ডব দীর্ঘদিনের। তার ওপর সম্প্রতি সাপের দেখা মিলেছে পুরসভার ট্রেজারি বিভাগে। যার ফলে পুরসভা কর্মীদের আতঙ্ক বেড়েছে। এমন অবস্থায় কামড়ের ভয়ে অনেকেই চেয়ারে পা তুলে বসে থাকছেন। এর ফলে আবার দেখা দিচ্ছে পায়ের ব্যাধি। তারওপর ইঁদুর মারার নির্দেশ নেই। কারণ বিশ্ব...