Home ব্লগবাজি তর্পণ ~ দেবব্রত সান্যাল

তর্পণ ~ দেবব্রত সান্যাল

তর্পণ   ~    দেবব্রত সান্যাল
তর্পণ
**********

         (এক )

ছোট বেলায় জ্বর হলে

বাবা হাতে করে একটা গল্পের বই নিয়ে আসতেন।

পাতলা , ছবিতে ভরা , ইভান , মিশা , ভাসিলির গল্প।

আমার খুব ইচ্ছে করত,

মাথাব্যথার ঘোড়ায় চেপে সেই উত্তাপ আমার শরীর দখল করুক,

নাই বা হলো ভাত খাওয়া , বল খেলা ,

বাবা এসে বসুক আমার মাথার পাশে ,

সাথে গ্রিষ্কার দুষ্টুমির গল্প।



          (দুই)

বাবা নিজের কাজ নিজে করতেন ,

অন্যদের বাবাদের মত অফিস যাবার সময় ,

যুদ্ধযাত্রার সমীহ আদায় করতেন না মার কাছ থেকে।

জামা কাপড় , টাকা পয়সা , রুমাল বা ফাইল ,

নিজের গোচরেই রাখতেন।

চা , বা জলের জন্য উচ্চকন্ঠে হুকুম করতেন না।



আজ মহালয়ার দিনে কোষা ভরা জল নিয়ে যখন বসলাম ,

তখন বাবা হেসে বললেন , "জলটা আমি নিজেই নিতে পারি।

যা গিয়ে টবের গাছে জল দে ।

                              দেবব্রত সান্যাল:29/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here