Home ব্লগবাজি তোকে মনে পড়ে : সুচেতনা সেন

তোকে মনে পড়ে : সুচেতনা সেন

তোকে মনে পড়ে  :     সুচেতনা সেন
তোকে মনে পড়ে


মাঠে মাঠে ফলে ওঠে ফসলের ঘুম সব ; মশা জেগে রয় আঁধারের উল্লাসে
রাতের পতঙ্গ সব মেতে ওঠে কর্মব্যস্ততায় ;
একখানি তালগাছ দূরে নির্জনতা বোনে শরীরে কুটে কুটে
যখন কাস্তের মতো বাঁকা চাঁদ থাকে তার মাথার উপর ;
কোথায় বাবলার শাখে কাঁটা সব বিঁধিছে নির্জনে - চ্যাট চ্যাটে রক্তের ঘ্রাণ
বাতাসের শরীরে ;
দূর শাখে পেঁচা ডাকে বিচ্ছেদের বিয়োগের যন্ত্রণা ডানায় ;
আকাশের গা বেয়ে নেমে
আসে পেঁজা তুলোর মতো নরম যন্ত্রণার শিহরণ ; সেই ক্ষণে
তোকে মনে পড়ে ;অনন্ত আকাশ গ্রন্থি যেন আঁধারের ওপাড়ে আঁধার ;
সীমাহীন ধূ ধূ সব -
যেখানে কোটি কোটি নক্ষত্রের ঝড়ে পড়ে‌ নীরবে ।
                        সুচেতনা সেন: 08/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here