Homeভুঁড়িভোজদিল্লী এলে, যে street...

দিল্লী এলে, যে street food- গুলো আপনাকে চেখে দেখতেই হবে …

পুরনো ও নতুন দিল্লীর কিছু বিখ্যাত ও প্রসিদ্ধ ভুঁড়িভোজের ঠিকানাঃ-

আমি বরাবরই খাদ্য রসিক, চট পটা খাবার, তা ফুচকা বা পাপড়ি চাট হোক বা চিকেন এগ রোল অথবা বিরিয়ানি, প্রায় প্রতি weekend এ একটু ঘুরতে বেড়িয়ে খাওয়া দাওয়া করার নেশাটা সর্বদাই পেয়ে বসে। এমনিতেই আমরা বাঙালিরা স্বভাবে ভ্রমণ প্রিয় হয়ই, আর এই ভ্রমনের সাথে সাথে যদি সেই জায়গার স্পেশাল খাবার গুলির স্বাদ নেওয়া যায় তবে তো সোনায় সোহাগা।

দেশের অনেক জায়গায় ঘুরেছি, থেকেছি কিন্তু রাজধানী দিল্লী আমার খুব পছন্দের। রাজনৈতিক ও কিছু আশ্চর্যজনক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এর জন্য যেমন দিল্লী প্রসিদ্ধ ঠিক তার পাশাপাশি এখানকার মুখে জল আনার মত এখানকার ‘street food’ও খুব আকর্ষণীয়। শুধু এখানকার মোঘলাই খাবারের স্বাদের জন্য সব জায়গা থেকে এমনকি পাকিস্তান থেকেও পর্যটকরা আসেন। আসুন… চলুন আমার সাথে বেরিয়ে পড়ুন দিল্লীর কিছু খাঁটি ও নামকরা মুখরোচক  খাওয়ার উপভোগ করতে, যা আপনার পেটের সাথে সাথে মনকেও সন্তুষ্টি  দেবে…

‘পরাঠা(পরোটা) বালি গলি’

Image result for paranthe wali gali delhi
পুরানো দিল্লীর চাঁদনী চৌকে অবস্থিত এই পুরো জায়গাটা ‘পরাঠা বালি গলি’ নামে পরিচিত। কারন এখানে রয়েছে শুধু পরোটার দোকান। আর এসবগুলই পুরোপুরিভাবেই  নিরামিষ। আলু পরোটা, বাঁধাকপির পরোটার সাথে সাথে আপনি পেয়ে যাবেন কাজু, বাদাম, মটরের মিক্সড পরোটা, রাবড়ি, খোয়ার পরোটা …ইত্যাদি সব ধরনের পরোটা। এই পরোটা গুলি সাধারণত তেঁতুলের মিষ্টি চাটনি, পুদিনার চাটনি, মিক্সড সব্জির আঁচার, আলু-পনিরেরে সব্জি অথবা মেথি আলুর সব্জির সাথে পরিবেশন করা হয়ে থাকে। নিকটবর্তী মেট্রো স্টেশন হল চাঁদনী চৌক, বা চলে আসুন কোন প্রাইভেট গাড়ী দিয়ে জায়গাটি কে চিনতে মোটেই অসুবিধে হবে না।

Image result for paranthe wali gali delhi
[আমার মত আপনিও যদি ভ্রমণ প্রিয় খাদ্য রসিক হন তবে দিল্লী লাগোয়া হরিয়ানার মুরথলে রয়েছে শুধু পরোটা স্পেশাল কিছু বিখ্যাত ধাবা। মনোরম আবহাওয়ায় যেকোনো ছুটির দিনে বেড়িয়ে পড়ুন, দিল্লী থেকে মাত্র দু ঘণ্টার দূরত্বেই মুরথুল। পরোটা স্পেশাল ধাবা গুলির জন্য শীতকালে দিল্লীবাসিদের জন্য মুরথুল হয়ে উঠেছে প্রিয় পিকনিক স্পট।]

‘লালা বাবুর’ চাট ভাণ্ডার

Image result for lalbabu chat delhi

চাট কথাটি শোনার পর এমনিতেই সবার মুখে জল এসে যায়, তার উপর যদি আপনি ভারতের অন্যতম নামকরা কোন চাট ভাণ্ডারে যেতে পারেন তবে তো ‘কেয়্যা বাত হ্যায়’। পুরানো দিল্লীর চাঁদনী চৌকে অবস্থিত ‘লালা বাবুর’ চাট ভাণ্ডার খুবই প্রসিদ্ধ।

Image result for lalbabu chat delhi

এখানে চাট বানানো হয় শুদ্ধ দেশী ঘি এবং ভেজালহীন উপাদান দিয়ে। গোল গপ্পা মানে ফুচকা, দই বল্লা, সিঙ্গারা, কচুরি, পাব-ভাজি এবং টিক্কি এখানকার অন্যতম মুখরোচক খাবার। এছাড়াও আপনি পেয়ে যাবেন তাজা বানানো চটপটে ফ্রূট চাট।
৭৭, চাঁদনী চৌক, ওল্ড দিল্লী। মেক ডও নালডের বিপরীত। সময়- সকাল ১১ টা থেকে রাত ৯ টা অবধি।

শ্রী বালাজি চাট ভাণ্ডার

Image result for lalbabu chat delhi

এটি ‘রাধা স্বামী’ চাট ভাণ্ডার নামেও পরিচিত এবং চাঁদনী চৌকের প্রসিদ্ধ প্রাচীনতম খাদ্য ভাণ্ডার। যদি আপনি কিছুটা হিসেবি হন তবে শ্রী বালাজি ভাণ্ডারের চাটকে মিস করবেন না। মুচমুচে ভাঁজা পাপড়ির সাথে মাখা আলু সেদ্ধ, দই, সেদ্ধ ছোলা, তেঁতুলের মিষ্টি চাটনি, পুদিনার চাটনি, দিয়ে বানানো চাট স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই জনপ্রিয়, যা আপনি অন্য কোথাও পাবেন না। দু’জন ব্যক্তির জন্য মূল্য একশ টাকার থেকে বেশী হয় না।
১৪৬২, চাঁদনী চৌক, ওল্ড দিল্লী। খোলা থাকে প্রায় রাত ১০ টা অবধি।

খানদানি পকোড়া বালা

Image result for khandani pakoda delhi

গরম চা বা কফির সাথে গরম গরম পকোড়া খাওয়া শীতকালে এর তুলনা আর কোন কিছুর সাথে হয় না। সরোজনী নগরের রিং রোডের মার্কেটে অবস্থিত খানদানি পকোড়া বালা আমাদের মত খাদ্যপ্রেমিদের জন্য বড়ই সখের জায়গা। এখানে আপনি পেয়ে যাবেন প্রায় দশ প্রকারের বিভিন্ন পাকোড়া। ব্রেড পাকোড়া, পনীর পাকোড়া এর মধ্যে প্রমুখ, আর এর সাথে দেওয়া চাটনি জিবে জল এনে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই সুস্বাদু পাকোড়া গুলোর দাম মাত্র দশ থেকে কুড়ি টাকার মধ্যেই।

Image result for kulcha king delhi

খানদানি পাকোড়ার একদম বিপরীতেই রয়েছে ‘কুলচা কিং’ । যেখানে আপনি পেয়ে যাবেন অমৃতসরই ছোলা – কুলচা, যার মূল্য সত্তর থেকে একশ টাকার মধ্যে।

কবাব কর্নার

Image result for kebab corner delhi

আমার এই পুরোটা খাদ্য তালিকাটাই বেকার হয়ে যাবে যদি আমি এতে দিল্লীর মূল ঐতিহ্যবাহী খাবার বা মুঘলিয় খাবারের উল্লেখ্য না করি। আর এই মুঘল ফুড চেইনের অন্যতম হল “করীমস” (Karim’s)। দিল্লিতেই রয়েছে করীমসের আদি শাখা যা ‘জামা মসজিদ’ এর নিকট অবস্থিত। মটন কোরমা, চিকেন রেশমি কবাব, মটন বুরা, দম বিরিয়ানি, চিকেন জাহাঙ্গিরি, শিরমাল ইত্যাদি সব প্রকার মুঘল স্পেশাল খাবার আপনি পেয়ে যাবেন। ১৬, গলি কাবাবিয়ান, জামা মসজিদ, নিউ দিল্লী। সময়- সকাল ১১ টা থেকে রাত সাড়ে ১১ টা অবধি।

Related image

করীমস ছাড়াও রয়েছে ‘সেলিম কবাব’ সপ। দক্ষিণ দিল্লীর ডিফেন্স কলোনি মার্কেটে অবস্থিত এই কবাব সপে আপনি পেয়ে যাবেন মুখে জল আনার মত রেশমি কবাব, চিকেন মালাই কবাব, শিখ কবাব, বা রুমালি রুটিতে রোল করা কবাব যা মুখে দিলেই খুব সহজে মেলট হয়ে যায়। চলে আসুন দক্ষিণ দিল্লীর নিউ ফ্রেন্ডস কলোনির মার্কেটের Al Bake center এ, এখানকার সরমা রোল স্থানীয় বাসিন্দাদের খুবই পছন্দের। মূল্য মাত্র ৬০ টাকা এবং এ সন্তুষ্টির চেয়ে অনেক বেশী।

দোলমা অ্যান্টির মোমো

Image result for aunty momo delhi

 

মোমো আজকাল ছোট বড় সবার খুব প্রিয় খাবার। লাজপথ নগরের সেন্ট্রাল মার্কেটে অবস্থিত দোলমা অ্যান্টির মোমো সপ স্থানীয় মোমো লাভারদের কাছে খুবই জনপ্রিয়। মোমোগুলি আশ্চর্যজনক সুস্বাদু ও নরম। মোমোগুলির সাথে পরিবেশন করা হয় দুপ্রকার শুঁকনো লঙ্কা ও রসুনের চাটনি। পেয়ে যাবেন ভেজ, চিকেন, পনীর মোমো।

চিত্তরঞ্জন পার্কের বাঙালি মার্কেট

Image result for CR park bengali hotel delhi

আমরা বাঙালিরা যতই অন্য খাবার খাই না কেন মুখে একটু মাছ ভাত বা রসগোল্লা না পড়লে সন্তুষ্টি পাই না। দক্ষিণ দিল্লীর চিত্তরঞ্জন পার্ক যা মিনি ক্যালকাটা নামে পরিচিত পুরো দিল্লী বাসিদের কাছে, এখানে আপনি পেয়ে যাবেন সবপ্রকার বাঙালি খাবার। এক নাম্বার মার্কেট, দু নাম্বার মার্কেট, তিন নাম্বার মার্কেট, আর প্রতিটি মার্কেটে রয়েছে বেঙ্গল ফুড কর্নার বা রেস্টুরেন্ট। চিংড়ির মালাই কাড়ি, ভাপা ইলিশ, পাঁঠার কসা মাংস থেকে শুরু করে পেয়ে যাবেন আলু পোস্ত, ছোলার ডালও। রয়েছে অনেক মিষ্টান্ন ভাণ্ডার। মিষ্টি দই, চমচম, গুঁড়ের সন্দেশ, রসগোল্লা …সবই রয়েছে।

পান ভাণ্ডার

Image result for pan bhandar delhi

খাবার শেষে একটু পান খেয়ে নিলে বেশ হয়। আর পান যদি এখানকার কিছু বিখ্যাত পান ভাণ্ডারের হয় তবে যারা পান খান না তারাও এখানকার পান খাওয়ার জন্য বারবার ছুটে আসবেন।
সেন্ট্রাল দিল্লীর connaught place এ রয়েছে Odeon পান ভাণ্ডার, Jain পান ভাণ্ডার, Pandey’sপান ভাণ্ডার। পেয়ে যাবেন এমন পান যা হয়ত আপনি কক্ষনো খান নি বা নামও শুনেন নি।

Image result for flaming pan delhi
চুসকি পান, চকলেট পান, strawberry পান, black currentপান, butterscotch পান, ice পান, এমনকি flaming পানও। না না চিন্তার কিছু নেই তাই বলে আপনার মুখে আগুন লাগবে না। flaming পান মিষ্টি গুল্কন্দ পানের মতই হয় যার মধ্যে মেন্থল দেওয়া হয় তাই এতে আগুন ধরা যায়।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Kolkata Metro services partially hit: যান্ত্রিক গোলযোগে আটকে গেল মেট্রো, ব্যাহত পরিষেবা, কতদূর চলছে এখন?

যান্ত্রিক গোলযোগের জেরে শোভবাজার-সুতানটি স্টেশনে আটকে গেল একটি...

Fire at Gardenreach Hospital: গার্ডেনরিচে হাসপাতালে আগুন, রোগীদের উদ্ধার করলেন RPF জওয়ানরা

গার্ডেনরিচে অবস্থিত রেলের হাসপাতালের চোখের অপারেশনের কক্ষে আগুন...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Kolkata Metro services partially hit: যান্ত্রিক গোলযোগে আটকে গেল মেট্রো, ব্যাহত পরিষেবা, কতদূর চলছে এখন?

যান্ত্রিক গোলযোগের জেরে শোভবাজার-সুতানটি স্টেশনে আটকে গেল একটি মেট্রো। তবে ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে ৩২০১ নম্বর কোচে কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছে। তার জেরে শোভবাজার-সুতানটি স্টেশনে একটি মেট্রো আটকে আছে। আপাতত দমদম...

North Bengal Tornado Compensation: টর্নেডোর ক্ষতিপূরণের অঙ্কে ‘হেরফের’ ১ লাখের! এই কারণেই মেলেনি কমিশনের অনুমতি?

আরওবেশ কয়েকদিন আগেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ একাধিক জায়হায় ভয়াবহ টর্নেডো হয়েছিল। এর জেরে শতাধিক মানুষ ঘরছাড়া হয়েছিলেন। এদিকে টর্নেডোর খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই টর্নেডোর ক্ষতিপূরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, টর্নেডোয় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের ফের বাড়ি তৈরির...

IIT Kharagpur: ক্যাম্পাসের মদ্যপান, বাইরে অশান্তি করলেই আইআইটি খড়্গপুরের মোটা অঙ্কের জরিমানা

ক্যাম্পাসের মধ্যে বসে মদ্যপান করলে জরিমানা করার ঘোষণা করল আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে প্রথমবার ধরা পড়লে ৫০০০ টাকা এবং পরের বার একই অভিযোগে ফের ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এই বিজ্ঞপ্তিটির সম্পর্কে...

Fire at Gardenreach Hospital: গার্ডেনরিচে হাসপাতালে আগুন, রোগীদের উদ্ধার করলেন RPF জওয়ানরা

গার্ডেনরিচে অবস্থিত রেলের হাসপাতালের চোখের অপারেশনের কক্ষে আগুন লাগে সকাল সকাল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় রোগী এবং তাঁদের আত্মীয়দের মধ্যে। জানা গিয়েছে, সকাল সকাল যখন চোখের অপারেশন থিয়েটারে আগুন লাগে, তখন সেখানে প্রায় ১০ থেকে ১৫ জন রোগী ছিলেন। এই আবহে দ্রুত...

1st mayor of Kolkata: প্রথমবার ভোটে জিতে মেয়র, শতবর্ষ আগে আজকের দিনে কলকাতার মহানাগরিক হন চিত্তরঞ্জন

রাজ্য জুড়ে ভোট উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। এই উৎসবের মধ্যে দিয়ে মানুষ যাতে তাঁর পছন্দ মতো প্রার্থীকে বেছে নেন, তাঁর আওয়াজ লোকসভার অন্দরে পৌঁছে দিতে পারেন। তার জন্য জোর কদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। ঢাক-ঢোল পিটিয়ে মানুষের কাছে জাহির করছেন তাঁর পোর্টফোলিও। সেই...

ওড়িশায় সেতু থেকে পড়ে গেল কলকাতাগামী বাস, অন্তত ৫ জনের মৃত্যু, অনেকে আহত

সোমবার রাতে ওড়িশার জাজপুর জেলায় একটি সেতু থেকে কলকাতাগামী একটি বাস পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। একজন মহিলা-সহ পাঁচজনের মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে,৫০ জন যাত্রী নিয়ে বাসটি পুরী থেকে কলকাতা যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কের বরাবতী সেতুতে দুর্ঘটনার কবলে...

Calcutta High Court: পদমর্যাদা রক্ষা করা আপনাদের দায়িত্ব, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবকে মনে করাল আদালত

আদালত অবমাননার রুল জারি ও বিচারপতির ভর্ৎসনার মুখে অবশেষে কলকাতা হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা দিলেন রাজ্য পুলিশ ও প্রশাসনের ৩ কর্তা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে হাজিরা দেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চট্টোপাধ্যায় ও এডিজি সিআইডি রাজশেখরণ। এদিনের শুনানিতে তিন শীর্ষকর্তাকে...

EDর বিরুদ্ধে হুমকি দিয়ে বয়ান আদায়ের শাহজাহানের অভিযোগ শিকেয় তুলে দিল আদালত

ইডির বিরুদ্ধে শাহজাহানের জোর করে বয়ান আদায়ের অভিযোগে আপাতত কোনও পদক্ষেপ করল না আদালত। সোমবার এই মামলার শুনানিতে বিচারক জানিয়েছেন, বিষয়টি বিচারের সময় বিবেচিত হবে। এদিন শাহজাহানের আইনজীবীরা জামিনের কোনও আবেদন না করায় তাকে জেল হেফাজতে পাঠিয়েছেন PMLA আদালতের বিচারক।শাহজাহানের আবেদন আপাতত শিকেয়শনিবার শাহজাহানকে...

KMC: পুকুর ভরাট রুখতে তৎপর পুরসভা, প্রতিটি বরোয় ১০ সদস্যের কমিটি গঠনের নির্দেশ

কলকাতা পুরসভায় বর্তমান পুর বোর্ড ক্ষমতায় আসার পরেই বারবার দাবি করেছে তাদের আমলে শহরে কোনও পুকুর ভরাট হয়নি। তবে গার্ডেনরিচ কাণ্ডের পর পুকুর বুজিয়ে বহুতল তৈরির বিষয়টি সামনে এসেছে। তারপরে শহরে পুকুর ভরাট রুখতে তৎপর হল কলকাতা পুরসভা। এর জন্য নজরদারি চালাতে বরো ভিত্তিক...

Paschimbanga Diwas: রাজ্য সরকার বাংলা দিবস পালন করলেও সুর মেলালেন না রাজ্যপাল, দুর্নীতি শেষের বার্তা

বাংলা দিবস পালন নিয়ে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত গত বছর থেকে। গত ২০ জুন রাজভবনে পালন হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস । তবে তাতে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিজেপি ২০ জুনকে বাংলা দিবস হিসেবে পালন করে আসছে। তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ...

Gangrape: নাবালিকাকে বেহুঁশ করে গণধর্ষণের অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, আটক ৫

এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ধর্ষণের বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তদের পরিবারের লোকজন পালটা নির্যাতিতার পরিবারের সদস্যদের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নদিয়ার তেহট্ট...

Speed boat accident: দিঘায় মহিলার ওপর দিয়ে চলে গেল স্পিডবোট, অল্পের জন্য প্রাণরক্ষা, আহত পর্যটক

দিঘায় বেড়াতে গিয়ে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন পর্যটক। মহিলার উপর দিয়ে চলে গেল স্পিড বোট। এর ফলে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা। শরীরের বিভিন্ন অংশে কেটে গিয়েছে। যদিও এদিন বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।...