দেশের প্রত্যন্ত ৫০০টি রেলষ্টেশনেও বসবে Wi-Fi hotspot কিয়স্ক

দেশের প্রত্যন্ত ৫০০টি রেলষ্টেশনেও বসবে Wi-Fi hotspot কিয়স্ক
Chess

ওয়েব ডেস্কঃ দুর্গম ও প্রত্যন্ত রেল স্টেশন এও পাওয়া যাবে ওয়াইফাই পরিসেবাযুক্ত অনলাইন কিয়স্ক। “Railwire Sathi” নামক প্রকল্পে অনলাইন কিয়স্ক বসানো হবে যার সুবিধা পাবেন সেই এলাকার মানুষেরা। সরকারি বিভিন্ন পরিসেবা, স্কুল-কলেজ-ইউনিভারসিটি র সাইট ছাড়াও ওই ওয়াইফাই কিয়স্ক থেকে খোলা যাবে বিভিন্ন ব্যাঙ্কের অনলাইন ব্যাঙ্কিং পরিসেবার পেজগুলি, কাটা যাবে  রেল ও বাস এর টিকিট, এছাড়া DTH রিচার্জ, মোবাইল রিচার্জের সুবিধাও পাবেন প্রত্যন্ত অঞ্চলের আধিবাসিরা রেল স্টেশন থেকেই।

গুগল এর সাথে মিলে এখনই কাজ চলছে দেশের ৪০০টি রেল স্টেশনে ওয়াইফাই বসানোর ,  এক উচ্চপদস্থ আধিকারিক এর কথায়ে, এই কিয়স্ক পরিসেবা সংযোগ স্থাপন ছাড়াও পিছিয়ে পড়া অঞ্চল গুলির তরুনপ্রজন্মের জন্য এনে দেবে উচ্চশিক্ষা,  চাকরি ও ভবিষ্যত গড়ার নানান সুযোগ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here