দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য কোনটি ? CMS এর রিপোর্ট কি বলছে –

দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত  রাজ্য কোনটি ? CMS এর রিপোর্ট কি বলছে –

ওয়েব ডেস্কঃ দেশের সবকটি রাজ্যের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কর্ণাটক । এমনটাই উঠে এসেছে এক সমীক্ষায়। এই রাজ্যে সরকারি কাজ করাতে গেলে ঘুষ ছাড়া কাজ চলে না। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের এর সমীক্ষায় কর্ণাটকের পর দুর্নীতিগ্রস্ত রাজ্যগুলির তালিকা টি এরকমঃ-

১- কর্ণাটক 

২-অন্ধ্রপ্রদেশ

৩-তামিলনাড়ু

৪-মহারাষ্ট্র

৫-জম্মু ও কাশ্মীর

৬-পাঞ্জাব

মোট ২০টি রাজ্যে সমীক্ষা চালানো হয়। সেখানে উঠে এসেছে হিমাচল প্রদেশ, কেরল ও ছত্তিশগড়ের দুর্নীতি সবচেয়ে কম রয়েছে। সবমিলিয়ে মোট ৩ হাজারের বেশি মানুষের উপরে সমীক্ষা চালানো হয়। গ্রাম ও শহর দুই জায়গাতেই সমীক্ষা চলে। তবে উল্লেখযোগ্য হল, সব জায়গাতেই সিংহভাগ মানুষ বলেছেন, গতবছরের নভেম্বরে নোট বাতিলের ঘটনার পর সরকারি ক্ষেত্রে দুর্নীতি অনেকটা কমে গিয়েছে। রিপোর্ট বলছে, ২০১৭ সালে ইতিমধ্যেই ২০টি রাজ্যে ১০টি সরকারি ক্ষেত্রে ঘুষের জন্য ৬৩৫০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়ে গিয়েছে। ২০০৫ সালে সারা বছরে সেখানে ঘুষ নেওয়ার পরিমাণ ছিল ২০ হাজার ৫০০ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here