দোহারের সুরে কালিকাপ্রসাদ ~ সার্থক শ্রদ্ধাস্মরণ আজ(ভিডিও)……

0
দোহারের সুরে কালিকাপ্রসাদ ~ সার্থক শ্রদ্ধাস্মরণ আজ(ভিডিও)……
Image result for কালিকাপ্রসাদ
“তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দিবো না ” ,
দোহারের সুরে কালিকাপ্রসাদ ভট্টাচার্য, সার্থক শ্রদ্ধাস্মরণ আজ। দোহারের পূর্ণতায় যে বয়স থেমে যেতে বলবে, তা হয়ত তাঁর জীবনের সার্থক প্রকাশ।শুধু গায়ক নন, সঙ্গীত গবেষক ও সমাজসেবক হিসাবে তিনি সুপ্রতিষ্ঠা লাভ করেন। দোহার একটি লোকগানের দল, মূলকেন্দ্র কলকাতা। কেবলমাত্র কলকাতা নয়, এই দোহার বাংলাদেশে বিশেষ ভাবে পরিচিত। এই দোহারর নাম করণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভীক মজুমদার। এখানে সদস্যদের মধ্যে কেউ লোকসঙ্গীতের আদত শিল্পী নন। তাই এই দোহার নামটাই সঠিক বলে মেনে নেওয়া হয়।
Related image
১৯৯৯ সালে একটি গানের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তাঁদের পথ চলা, এককথায় দোহারের পথ চলা।এরপর আর বিশেষ ঘুরে তাকাতে হয় নি। দলের সদস্যবৃন্দ – কালিকাপ্রসাদ, রাজীব, মৃগনাভি, ঋত্বিক, নিরজ্ঞন, সত্যজিৎ, অমিত, সৌম্য।উওরবঙ্গ, পূর্ববঙ্গ, পল্লীগানের উওরণের উদ্দেশ্যে তাঁর এই “দোহারের ” প্রতিষ্ঠা। ২০১৭ সালে ৭ ই মার্চ, এই ব্যক্তিত্ব কালের ধারায় এক আধ্যায়ের সমাপ্তি করে। তবু দোহারে, বিহু, বাউল, কামরূপী তে আজ স্মরণ করব আমরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here