Home ব্লগবাজি নতুন দিনের আলো: বৈশাখী চ্যাটার্জী

নতুন দিনের আলো: বৈশাখী চ্যাটার্জী

নতুন দিনের আলো:   বৈশাখী চ্যাটার্জী
নতুন দিনের আলো:----

চৈত্রের অবসান.....
বাতাসে বইছে নতুন দিনের আলো ,
নতুন দিনের গান....
নতুন সকাল এনেছে নতুন ভোর ,
নতুন পাতার ফাঁকে খেলা করে নতুন হাওয়া !
কিচিমিচি পাখি ডাকে....,
প্রতিটি গাছের ডালে আমন্ত্রণের সুর
 আনমনে কিছু বলে ,
চারিদিকে ওঠে রব...
যেন সাজ সাজ সব ,
চৈতির শেষ হাওয়া কানে কানে বলে যায়..
বৈশাখ আসে ,বৈশাখ আসে -
বৈশাখী আঙ্গিনায়......,
নতুন বর্ষ আসে-নতুন হর্ষ ভরে দিয়ে যায়
জীবনের উল্লাসে !
পুরনোর যত ব্যাথা ,যতটুকু ছিলো ফাঁকা ,
অন্ধ তামস কালো...
ভোরে দিয়ে যাক নতুন দিনের আলো ।
আজকে নতুন ভোরে....
নতুন তোমাকে নিলাম বরণ করে ,
নববর্ষ তোমার প্রাণময়ী হোক আলো
নববর্ষ তুমি সুখের স্বপ্ন জ্বালো ।।

                        বৈশাখী চ্যাটার্জী
                         14/04/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here