Home ভুঁড়িভোজ পরোটা কাবাব রোল – রেসিপি

পরোটা কাবাব রোল – রেসিপি

পরোটা কাবাব রোল – রেসিপি

উপকরণ

  • মটন কিমা ৫০০ গ্রাম
  • গোল মরিচ গুড়ো
  • কর্ণফ্লাওয়ার
  • পেঁয়াজ বাটা
  • আদা ও রসুন বাটা
  • টুথপিক
  • পরোটা ( যে কয়টি রোল বানাতে চান )
  • সাদ তেল
  • পেঁয়াজ কুচি
  • চাট মশলা
  • নুন
  • ধনে পাতা কুচি
  • লেবুর রস

প্রণালী

৪ / ৫ টি পরোটা  তৈরি করে রেখে দিন ।

মটন কিমা ভাল করে ধুয়ে  তার সাথে পেঁয়াজ বাটা , কর্ণফ্লাওয়ার ৩/৪ চামচ , নুন , ধনে পাতা কুচি , আদা ও রসুন বাটা দিয়ে মেখে  ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন ।

এবার কিমা  ফ্রিজ থেকে বের  করে  রোলের  আকারে তৈরি করে নিন ।

কড়াইতে তেল দিয়ে ডুবো তেলে  ভেজে নিন ।

এবার আগে থেকে ভেজে রাখা পরোটার মধ্যে  ভাজা মটন কিমা দিয়ে তার উপর পেঁয়াজ কুচি , ধনে পাতা কুচি  , লেবুর রস ও চাট মশালা দিয়ে রোলের মত মুড়ে নিন ।

একটা করে  টুথপিক গেঁথে দিন ।

তৈরি পরোটা কবাব রোল । পুদিনার চাটনির সাথে পরিবেশন করুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here