Home খেলাধুলো পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ আকমল-শেহজাদ-ওয়াহাব

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ আকমল-শেহজাদ-ওয়াহাব

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ আকমল-শেহজাদ-ওয়াহাব

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন উমর আকমল ও আহমেদ শেহজাদ।মাঠে ও মাঠের বাইরে অসৎ আচরণের জন্য দুই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। দলের ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়িয়ে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তি করবে পিসিবি।

বারবার সর্তক করার পর ও শৃঙ্খলা ভঙ্গ করছেন এই দুই ক্রিকেটার। তাই পিসিবি এই সিদ্ধান্ত নিতে বাধ‍্য হয়েছে।ওয়াহাব রিয়াজকেও কেন্দ্রীয় চুক্তিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পাকিস্তান কাপে ডোপ টেস্টে পজিটিভ আসে শেহজাদের নমুনা। ফলে পিসিবি তাকে নিষিদ্ধ করে।ক্যারিয়ারের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আকমলের বিপক্ষে,রয়েছে পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব ও। সবমিলিয়ে পিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়তে চলেছেন বর্তমান পাকিস্তান ক্রিকেটের ৩ ‘মহারথী’।