Homeপ্রতিভাবান শিশুসাহিত্যিক,নাট্যকার ও রম্যরচক...

প্রতিভাবান শিশুসাহিত্যিক,নাট্যকার ও রম্যরচক সুকুমার রায়ের মৃত্যুবার্ষিকীতে খবর ২৪ ঘন্টার শ্রদ্ধাঞ্জলি…

Image result for সুকুমার রায়

“আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার ,

কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার !”

ভারতীয় সাহিত্যের “ননসেন্স্‌ রাইমের “ প্রবর্তক তথা লেখক , ছড়াকার শিশুসাহিত্যিক , রম্যরচনাকার ও বিশিষ্ট নাট্যকার “সুকুমার রায়” শ্রদ্ধা স্মরণ আজ ।

পরিবার পরিচিতিঃ

১৮৮৭ সালের ৩০ অক্টোবর ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহন করেন সুকুমার রায় । তার পিতা বাংলা শিশুসাহিত্যের উজ্বল রত্ন উপেন্দ্রকিশোর রায় এবং মাতা বিধুমুখী দেবী।সুকুমার রায় জন্মেছিলেন বাঙ্গালী নবজাগরণের স্বর্ণযুগে। তাঁর পারিবারিক পরিবেশ ছিল সাহিত্যনুরাগী, যা তাঁর মধ্যকার সাহিত্যিক প্রতিভা বিকাশে সহায়ক হয়। পিতা উপেন্দ্রকিশোর ছিলেন শিশুতোষ গল্প ও জনপ্রিয়-বিজ্ঞান লেখক, চিত্রশিল্পী, সুরকার ও শৌখিন জ্যোতির্বিদ। উপেন্দ্রকিশোরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সুকুমারকে সরাসরি প্রভাবিত করেছিলেন। এছাড়াও রায় পরিবারের সাথে জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখের সম্পর্ক ছিল। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯০৬ সালে রসায়ন ও পদার্থবিদ্যায় বি.এসসি.(অনার্স) করার পর সুকুমার মুদ্রণবিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য ১৯১১ সালে বিলেতে যান। সেখানে তিনি আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির ওপর পড়াশোনা করেন এবং কালক্রমে তিনি ভারতের অগ্রগামী আলোকচিত্রী ও লিথোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯১৩ সালে সুকুমার কলকাতায় ফিরে আসেন। চিত্রশিল্পে , ফটোগ্রাফিতে এবং সর্বপরী উদ্ভূত অদ্ভূত ,কৌতুকের সরস কাহিনিতে তিনি অসাআমান্য কুশলী।

ভারতীয় সাহিত্যে “ননসেন্স্ রাইমের” প্রবর্তক সুকুমার রায়। প্রেসিডেন্সী কলেজে পড়বার সময় তিনি ননসেন্স ক্লাব নামে একটি সংঘ গড়ে তুলেছিলেন। এর মুখপাত্র ছিল সাড়ে বত্রিশ ভাজা নামের একটি পত্রিকা। সেখানেই তাঁর আবোল-তাবোল ছড়ার চর্চা শুরু। তাঁর লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হযবরল, গল্প সংকলন পাগলা দাশু, এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা “ননসেন্স” ধরণের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়।

“সন্দেশ “ পত্রিকার অসাধারণ সাফল্যের মূলে আছে তাঁর প্রতিভা ।সন্দেশের সম্পাদক থাকাকালীন সময়ে তাঁর লেখা ছড়া, গল্প ও প্রবন্ধ আজও বাংলা শিশুসাহিত্যে মাইলফলক হয়ে আছে। তাঁর বহুমুখী প্রতিভার অনন্য প্রকাশ তাঁর অসাধারণ ননসেন্স ছড়াগুলোতে। তাঁর প্রতিভা এডোয়ার্ড লিয়ার ও বিশেষ করে লেউইস ক্যারলের প্রতিভার সাথে তুলনা করা হয় ।

Image result for সুকুমার রায়

নাট্যশক্তিঃ

তাঁর রচিত “ লক্ষণের শক্তিশেল “ এবং “ চলচিত্রচঞ্চরী “ নাটিকার তাঁর দুই নাটিকা শক্তির পরিচায়ক । কৌতুক , ব্যঙ্গ ও পরিহাসপ্রিয়তা , সমাজমনস্কতার এক অদ্ভূত সংযোজন তাঁর রচনার   বৈশিষ্ট্য। স্মরণীয় গ্রন্থের তালিকায় উল্লেখ্য “ আবোল তাবোল “। তবে ক্লাসিক সমকক্ষ বললে “অ্যালিস ইন ওভারল্যাণ্ড” তাঁর উপাধির সমকক্ষ।

রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ওই সময়ের সবথেকে প্রসিদ্ধ ব্রাহ্ম ছিলেন, তাঁর ব্রাহ্মসমাজের সভাপতিত্বের প্রস্তাবের পৃষ্ঠপোষকতা সুকুমার করেছিলেন।  ইংল্যাণ্ডে থাকাকালীন সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বিষয়ে বিশেষ বক্তৃতা দেন । সুকুমার রায় ক্রমশঃ লেখক বা প্রচ্ছেদ শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন । তবে তাঁর প্রযুক্তি বিষয়ক রচনাগুলি থেকে তাঁর হাফটোন ব্লক তৈরির পরিচয় মেলে ।

Related image১৯২৩ খ্রিস্টাব্দের ১০ সেপ্টেম্বর লেইশ্মানিয়াসিসে (কালাজ্বর) আক্রান্ত হয়ে মাত্র সাঁইত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন সুকুমার রায়। উল্লেখ্য সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র ভারতের অন্যতম চলচ্চিত্র পরিচালকরূপে সত্যজিত রায় এবং স্ত্রীকে রেখে যান। সুকুমার রায়ের স্বল্পস্থায়ী জীবনে তাঁর প্রতিভার শ্রেষ্ঠ বিকাশ লক্ষ্য করা যায়। তাঁর লেখা ছড়া, গল্প ও প্রবন্ধ আজও বাংলা শিশুসাহিত্যে মাইলফলক হয়ে আছে। আজ তাঁর মহা প্রয়ান দিনে সুকমার রায়কে স্মরন করছি গভীর শ্রদ্ধায়।  

Image result for সুকুমার রায়

——————০——————-

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

ওড়িশায় সেতু থেকে পড়ে গেল কলকাতাগামী বাস, অন্তত ৫ জনের মৃত্যু, অনেকে আহত

সোমবার রাতে ওড়িশার জাজপুর জেলায় একটি সেতু থেকে কলকাতাগামী একটি...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

1st mayor of Kolkata: প্রথমবার ভোটে জিতে মেয়র, শতবর্ষ আগে আজকের দিনে কলকাতার মহানাগরিক হন চিত্তরঞ্জন

রাজ্য জুড়ে ভোট উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। এই উৎসবের মধ্যে দিয়ে মানুষ যাতে তাঁর পছন্দ মতো প্রার্থীকে বেছে নেন, তাঁর আওয়াজ লোকসভার অন্দরে পৌঁছে দিতে পারেন। তার জন্য জোর কদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। ঢাক-ঢোল পিটিয়ে মানুষের কাছে জাহির করছেন তাঁর পোর্টফোলিও। সেই...

ওড়িশায় সেতু থেকে পড়ে গেল কলকাতাগামী বাস, অন্তত ৫ জনের মৃত্যু, অনেকে আহত

সোমবার রাতে ওড়িশার জাজপুর জেলায় একটি সেতু থেকে কলকাতাগামী একটি বাস পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। একজন মহিলা-সহ পাঁচজনের মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে,৫০ জন যাত্রী নিয়ে বাসটি পুরী থেকে কলকাতা যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কের বরাবতী সেতুতে দুর্ঘটনার কবলে...

Calcutta High Court: পদমর্যাদা রক্ষা করা আপনাদের দায়িত্ব, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবকে মনে করাল আদালত

আদালত অবমাননার রুল জারি ও বিচারপতির ভর্ৎসনার মুখে অবশেষে কলকাতা হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা দিলেন রাজ্য পুলিশ ও প্রশাসনের ৩ কর্তা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে হাজিরা দেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চট্টোপাধ্যায় ও এডিজি সিআইডি রাজশেখরণ। এদিনের শুনানিতে তিন শীর্ষকর্তাকে...

EDর বিরুদ্ধে হুমকি দিয়ে বয়ান আদায়ের শাহজাহানের অভিযোগ শিকেয় তুলে দিল আদালত

ইডির বিরুদ্ধে শাহজাহানের জোর করে বয়ান আদায়ের অভিযোগে আপাতত কোনও পদক্ষেপ করল না আদালত। সোমবার এই মামলার শুনানিতে বিচারক জানিয়েছেন, বিষয়টি বিচারের সময় বিবেচিত হবে। এদিন শাহজাহানের আইনজীবীরা জামিনের কোনও আবেদন না করায় তাকে জেল হেফাজতে পাঠিয়েছেন PMLA আদালতের বিচারক।শাহজাহানের আবেদন আপাতত শিকেয়শনিবার শাহজাহানকে...

KMC: পুকুর ভরাট রুখতে তৎপর পুরসভা, প্রতিটি বরোয় ১০ সদস্যের কমিটি গঠনের নির্দেশ

কলকাতা পুরসভায় বর্তমান পুর বোর্ড ক্ষমতায় আসার পরেই বারবার দাবি করেছে তাদের আমলে শহরে কোনও পুকুর ভরাট হয়নি। তবে গার্ডেনরিচ কাণ্ডের পর পুকুর বুজিয়ে বহুতল তৈরির বিষয়টি সামনে এসেছে। তারপরে শহরে পুকুর ভরাট রুখতে তৎপর হল কলকাতা পুরসভা। এর জন্য নজরদারি চালাতে বরো ভিত্তিক...

Paschimbanga Diwas: রাজ্য সরকার বাংলা দিবস পালন করলেও সুর মেলালেন না রাজ্যপাল, দুর্নীতি শেষের বার্তা

বাংলা দিবস পালন নিয়ে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত গত বছর থেকে। গত ২০ জুন রাজভবনে পালন হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস । তবে তাতে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিজেপি ২০ জুনকে বাংলা দিবস হিসেবে পালন করে আসছে। তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ...

Gangrape: নাবালিকাকে বেহুঁশ করে গণধর্ষণের অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, আটক ৫

এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ধর্ষণের বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তদের পরিবারের লোকজন পালটা নির্যাতিতার পরিবারের সদস্যদের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নদিয়ার তেহট্ট...

Speed boat accident: দিঘায় মহিলার ওপর দিয়ে চলে গেল স্পিডবোট, অল্পের জন্য প্রাণরক্ষা, আহত পর্যটক

দিঘায় বেড়াতে গিয়ে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন পর্যটক। মহিলার উপর দিয়ে চলে গেল স্পিড বোট। এর ফলে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা। শরীরের বিভিন্ন অংশে কেটে গিয়েছে। যদিও এদিন বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।...

Ram Navami 2024: শর্ত আরোপ করে হাওড়ায় পুরনো পথেই রাম নবমীর মিছিলের অনুমতি আদালতের

একাধিক শর্ত আরোপ করে পুরনো পথেই হাওড়ায় রাম নবমীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, ২০০ জনের বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না। তার পরই রাজ্য পুলিশের পক্ষে মিছিল নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে তারা কেন্দ্রীয়...

Sandeshkhali Update: শাহজাহানদের বিরুদ্ধে CBIএর ই-মেইল আইডে জমা পড়ল বস্তা বস্তা অভিযোগ

আদালতের নির্দেশে সন্দেশখালিতে জমি দখল ও নারী নির্যাতনের ঘটনার তদন্ত শুরু করেছে CBI. ই-মেইল আইডি খুলে তাতে অভিযোগ জমা দিতে অনুরোধ করেছে আক্রান্তদের। সেই ই-মেইল আইডিতে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে ৫ দিনে জমা পড়ল ২১৭টি অভিযোগ। সিবিআই সূত্রে খবর, এই অভিযোগের প্রায়...

Businessman killed in Kulti: অফিসে ঢুকে একের পর এক গুলি, কুলটিতে খুন মাইক্রো ফিনান্স সংস্থার কর্ণধার

আসানসোলের কুলটি থানার চিনাকুড়িতে চলল গুলি। অফিস ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ।জানা গিয়েছে মৃত ব্যবসায়ীর নাম উমাশঙ্কর চৌহান। তিনি একটি মাইক্রো ফিনান্স সংস্থার কর্ণধার। অফিসের কর্মীরা বলেন এক দুষ্কৃতী মুখে গামছা বেঁধে এসে...

BJP MLA writes to police: রাতারাতি সরলো নিরাপত্তা, সুরক্ষা চেয়ে পুলিশকে চিঠি বিজেপি বিধায়কের

দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দল থেকে তাঁকে বোঝানোর পরও নিজের অবস্থান থেকে এক চুলও সরেননি। অবশেষে নির্দল প্রার্থী হিসাবে লোভাসভা ভোটে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এর ফল হিসাবে তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হয়েছে। তাই নিরাপত্তা চেয়ে এবার দার্জিলিং...