Home ব্লগবাজি প্রতীক্ষায় : সুচেতনা সেন

প্রতীক্ষায় : সুচেতনা সেন

প্রতীক্ষায়   :    সুচেতনা সেন
প্রতীক্ষায়
 

তুই কণ্টক শয্যা থেকে উঠে এলি
শোনাবি শেষ প্রহরের গল্প ;
যেখানে এলে শূধূই দূরত্ব তৈরী হয়
এমন এক নদীর পাড়ে এসে দাঁড়ালি ;
তখন আমি মাঝি ; নৌকা ভিরিয়েছি তোর পাড়ে
তুই চেয়ে রইলি মুখপানে ;
চিনলি না আমারে -
যখন মাথার উপরে আধখানা চাঁদ
তার অর্ধেক সত্য যেন গুটিয়ে রেখেছে তার গুহার আঁধারে ;
চারদিকের বাতাস এসে জড়ো হয়েছিল
নৌকার গায়ে ঢেউ জলে ;আমি
উৎসুক হয়ে চেয়েছিলাম ; তোর বসন- চুল- পায়ের নখে -
চোখে চোখ রেখে কেমন আবেগে বলেছিলাম
মনে মনে
ডেকে নে না আমায় একটিবার
বাড়িয়ে দে তোর হাতের পরশখানি

নৌকা এসে দাঁড়াবে বলে
তোর বসন আজ আলগা ছিল
তোর সারা শরীর জুড়ে ছিল জোনাকির প্রথম আলো ;
তোর হৃদয় জুড়ে ছিল শুধুই প্রেম ; গোলাপের সুবাস -
তুই যখন একটা একটা পা ফেলে ফেলে আসছিলিস
সারা বনভূমি জুড়ে বাজছিল  সারেঙ্গির করুণ সুর
চাঁদনী রাতের আলোছায়া খেলা করছে যেন ছুটোছুটি লুকোচুরি ;
তুই মনে মনে তৈরী হয়ে আছিস
তোর চোখে মুখে পরম স্নেহ ভাব প্রেমে আপ্লুত
আজ হৃদয় দিবি  ভালোবেসে নিজ হাতে তুলে -
তুই যখন এলি পাড়ে যেন বরফ গলছে পর্বত শিখরে -
দূরে কোনো শাখে একাকী কোকিল ডাকিছে -
দেখতে দেখতে একটা মৌনতার শৃঙ্খল
তোর হাত পা বেঁধে ফেলছে  -কোনো ভাষা নাই
তোর  ভিতরে -আছে শুধু চোখের আকুতি ;
সেইক্ষণে তোর দুচোখে ডুব দিয়ে দেখেছি ;
তুই ডেকে নিসনি আমায় তোর পাড়ে -
চোখে চোখ রেখে নীরবে সরে গেছি দূর
নৌকাখানি ভেসে যায় দূর - আরো দূর ;
ছোট হতে হতে দূর আকাশে বিলীন হয়ে যায়
তোর দুচোখ চেয়ে রয় এক যুগ প্রতীক্ষায়
সারেঙ্গীর সুরে সুরে । 
সুচেতনা সেন :26/04/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here