Home ব্লগবাজি প্রবহমান : বৈশাখী চ্যাটার্জী

প্রবহমান : বৈশাখী চ্যাটার্জী

প্রবহমান    :     বৈশাখী চ্যাটার্জী
প্রবহমান #:-

তুমি মন ভাঙ্গা ঢেউ -
তুমি কালবৈশাখী হাওয়া ,
তুমি বসন্ত শেষে পুরনো সে স্মৃতি
মন খারাপের চাওয়া ,
তুমি ঘূর্ণি তুফান ঝড়
তুমি যুদ্ধের শেষে একলা দাঁড়িয়ে
পলাশীর প্রান্তর ---
তুমি বেইমান সেই মীরজাফরের রক্ত ঝরানো চাকু ,
তুমি বন্ধ গুহার অন্ধ আঁধারে গড়ে চল শুধু মাকু ।
তুমি হাজার স্মৃতি সৌধের মমতাজ শাহজাহান ,
তুমি প্রেমের কাহিনী গড়ে চলো
আর ভেঙ্গে চলো তার প্রাণ ।
তুমি ফল্গু নদীর লুকোনো কান্না ধরাতলে নিমজিত ,
তুমি যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছ পর্বতমালা স্থিত --
যত কান্নার ইতিহাস গুলো একলা দাঁড়িয়ে
মরুভূমি  বালুচরে ---
কবে থেকে যেন চাপা পড়ে আছে
কোন বালিয়াড়ি ঝড়ে ,
প্রত্নতাত্ত্বিক খুঁজে বের করে তার রক্ত মাংস হাড় ---
ইতিহাস হয়ে সে কাহিনী গড়ে
ভালবাসা বেদনার ॥
                   বৈশাখী চ্যাটার্জী: 26/04/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here