বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এ অপুষ্টিতে গড়ে ৬৪টি শিশুমৃত্যু প্রতিদিন !!

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এ অপুষ্টিতে গড়ে ৬৪টি শিশুমৃত্যু প্রতিদিন !!

ওয়েব ডেস্কঃ “হেলথ ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী গত বছর অপুষ্টি জনিত কারণে ১১৬ শিশুর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। অথচ নারী এবং শিশুকল্যান মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর (অর্চনা ছিটনিস) দাবি ২০১৫ থেকে ২০১৬ সালে নাকি অপুষ্টির কারণে কোনও শিশুরও মৃত্যু হয়নি”, বিজেপি সরকারের কড়া সমালোচনা করে এমনটাই বলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌর ।

সম্প্রতি আউটলুক ইন্ডিয়া রিপোর্টের দাবি, মধ্যপ্রদেশে প্রতিদিন অন্তত ৬৪ জন শিশুর মৃত্যু হয় অপুষ্টি জনিত কারণেই। তবে শিশু মৃত্যু নিয়ে সরকারের পক্ষ থেকে কোন রিপোর্ট এখনও পর্যন্ত প্রকাশ করেনি শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন বিজেপি সরকার। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌর শিশু মৃত্যু ইস্যুতে কড়া সমালোচনা করার পর কিছুটা টনক নড়ে বিজেপি সরকারের। পাল্টা জবাবে মধ্যপ্রদেশ সরকারের নারী এবং শিশুকল্যান মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্চনা ছিটনিস হিন্দুস্থান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ৬ বছরের নিচে বয়স এমন শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে, তবে অপুষ্টির কারণে নয়। ডাইরিয়া, হাম ইত্যাদি রোগেই নাকি শিশুমৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here