Home খেলাধুলো বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ২৫ অগাস্ট থেকে, ইডেন ম্যাচের টিকিটের তারিখ জেনে নিন

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ২৫ অগাস্ট থেকে, ইডেন ম্যাচের টিকিটের তারিখ জেনে নিন

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ২৫ অগাস্ট থেকে, ইডেন ম্যাচের টিকিটের তারিখ জেনে নিন

[ad_1]

কলকাতা: একদিনের বিশ্বকাপের ৯টি ম্যাচের দিন বদল করেছে আইসিসি। বিশ্বকাপের সময় ভারতে উৎসবের মরশুম। নবরাত্রি, কালীপুজো, দুর্গাপুজোর সময় এবার বিশ্বকাপ। তাই কিছুটা বাধ্য হয়েই ৯টি ম্যাচের সূচি বদল করতে হয়েছে।

এরই মধ্যে জানানো হয়েছে, ২৫ অগাস্ট থেকে একদিনের বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করা হবে।  তবে সব ম্যাচের টিকিট একসঙ্গে বিক্রি করা হবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- সূর্যর ব্যাটিং তাণ্ডব ও কুলদীপের ভেলকি, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ে ফিরল ভারত

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে সবার শেষে। সেমিফাইনাল এবং ফাইনাল পাওয়া যাবে সবার শেষে।

জেনে নিন কবে, কোন ম্যাচের টিকিট বিক্রি হবে-

কবে কোন ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে?

১) ২৫ অগাস্ট: ভারত ছাড়া অন্যান্য দলের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট। ভারত ছাড়া অন্যান্য সব দলের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।

২) ৩০ অগাস্ট: গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমে ভারতের প্রস্ততি ম্যাচের টিকিট।

৩) ৩১ অগাস্ট: চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের ম্যাচের টিকিট।

৪) ১ সেপ্টেম্বর: ধরমশালা, লখনউ এবং মুম্বইয়ে ভারতের তিনটি ম্যাচের টিকিট।

৫) ২ সেপ্টেম্বর: বেঙ্গালুরু ও কলকাতায় ভারতীয় দলের দুটি ম্যাচের টিকিট।

৬) ৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে ভারতের ম্যাচের টিকিট।

৭) ১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।

Tags: ICC World Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here