Home খেলাধুলো বিশ্বজয়ের পরেও খিদে এতটুকু কমেনি নীরজের, আগামি লক্ষ্য জানিয়ে দিলেন সোনার ছেলে Neeraj Chopra set his next target after win gold medal in World Athletics Championships 2023 sup

বিশ্বজয়ের পরেও খিদে এতটুকু কমেনি নীরজের, আগামি লক্ষ্য জানিয়ে দিলেন সোনার ছেলে Neeraj Chopra set his next target after win gold medal in World Athletics Championships 2023 sup

বিশ্বজয়ের পরেও খিদে এতটুকু কমেনি নীরজের, আগামি লক্ষ্য জানিয়ে দিলেন সোনার ছেলে Neeraj Chopra set his next target after win gold medal in World Athletics Championships 2023 sup

[ad_1]

বুদাপেস্ট: টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। এরপরে জিতেছেন এশিয়ান গেমস, কমনওয়েলথ, ডায়মন্ড লিগ সহ আরও একাধিক ট্রফি। শুধু বাকি ছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়টা। এবার সেই স্বপ্নও পূরণ করে ফেললেন ভারতের সোনার। তবে তার খিদে যে এখনও মেটেনি তা বুদাপেস্টে সোনা জয়ের পর আরও একবার সাফ জানিয়ে দিলেন নীরজ চোপড়া।

প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতে নয়া ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। নীরজ দ্বিতীয় থ্রোয়ে ৮৮.১৭ মিটার জ্যাভেলিন থ্রোয়ের সৌজন্য গোল্ড নিশ্চিৎ করেন। তবে এখানেই থেমে না থেকে নিজের আগামি লক্ষ্য জানিয়ে দিলেন নীরজ। তিনি বলেন,”সবাই বলছিল এই একটা পদকই জেতা আমার বাকি। সেটা জেতাও হয়ে গেল। এবার আমার পরবর্তী লক্ষ্য ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছোড়া। সামনে আরও অনেক প্রতিযোগিতা আসছে। সেখানেও নিজের সেরাটা দেব। ৯০ মিটার অতিক্রম করতেই হবে।”

নিজের কেরিয়ারে এখনও জ্যাভেলিন ছুড়ে ৯০ মিটারের গণ্ডি পার করতে পারেননি নীরজ চোপড়া। তার কেরিয়ারে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স ৮৯.৯৪ মিটার। ০২২ সালে স্টকহোমে ডায়মন্ড লিগেই নিজের কেরিয়ারের সেরা থ্রো-টি করেছিলেন সোনার ছেলে। আগামি অলিম্পিক্স নীরজের গলায় আরও একবার গোল্ড মেডেলের স্বপ্ন দেখছে ১৪০ কোটির দেশ। নীরজও হয়তো সেই লক্ষ্যেই পেরোতে চাইছেন ৯০ মিটারের গণ্ডি।

আরও পড়ুনঃ Neeraj Chopra: পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরা ভারত, আরও একবার ইতিহাস গড়ল ‘সোনার ছেলে’ নীরজ

প্রসঙ্গত, ফাইনালে শুরুটা ভাল হয়নি নীরজ চোপড়ার। এদিন নীরজ প্রথম চেষ্টায় ফাউল করেন। এর পর দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভেলিন ছোড়েন। তৃতীয়বার নীরজ চোপড়া ৮৬.৩২ মিটার পার করেন। চতু্র্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ মিটার ছোড়েন নীরজ। পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার ছোড়েন ভারতের সোনার ছেলে। শেষ চেষ্টায় ৮৩.৯৮ মিটার ছুড়লেন নীরজ। তবে নীরজের দ্বিতীয় প্রচেষ্টায় ছোড়া ৮৮.১৭ মিটার কেউ অতিক্রম করতে পারেনি। সোনা জিতে আরও একবাপ বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেন সোনার ছেলে নীরজ।

Tags: Gold Medal, Neeraj Chopra

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here