ভারতীয় সৈন্যবাহিনীর সাফল্য, খতম লস্করের টপ কমান্ডার…

ভারতীয় সৈন্যবাহিনীর সাফল্য, খতম লস্করের টপ কমান্ডার…

ওয়েব ডেস্কঃ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অরেক সাফল্য।  কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভারতীয় সুরক্ষাবাহিনী ‘লস্কর এ তৈবা’ র টপ কমান্ডার বশীর লস্করির সফল এনকাউনটার করেছেন। লস্করির সাথে সাথে এর আরও দুই উগ্রপন্থীকেও মারা হয়। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের দয়ালগামে লুকিয়ে ছিল এই উগ্রপন্থীরা। সেনাবাহিনী থেকে এই খবরের জানানো হয়েছে।

অচ্ছাবলের উগ্রপন্থী হামলার দায়ী ছিল এই বশীর লস্করি।

স্থানীয় পুলিশের থেকে পাওয়া সূত্র অনুযায়ী স্থানীয় গ্রাম ব্রেনটির এক ঘরে এই আতঙ্ক বাদীরা লুকিয়ে ছিল, সুরক্ষাবাহিনী এই খবর পেয়ে পুরো এলাকাকে ঘিরে ফেলে, এবং কিছুক্ষণ উভয়পক্ষের গুলি বিনিময়ের পর এই তিন উগ্রপন্থী মারা যায়।  বশীর লস্করি জম্মু কাশ্মীরের এস এইচ ও অহমদ ডার সমেত পাঁচ আরও পুলিশ কর্মীর হত্যার জন্যও দায়ী ছিল। অনন্তনাগের এই এনকাউনটারে এক ৪৪ বছর বয়স্ক মহিলারও মৃত্যু হয়। বশীর লস্করি ভারতে ‘লস্কর এ তৈবা’ র টপ কমান্ডার ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here