Home খেলাধুলো ভারতে  ধর্ষনের ভয়ে প্রতিযোগিতা থেকে নাম তুললেন স্কোয়াশ তারকা

ভারতে  ধর্ষনের ভয়ে প্রতিযোগিতা থেকে নাম তুললেন স্কোয়াশ তারকা

ভারতে  ধর্ষনের ভয়ে প্রতিযোগিতা থেকে নাম তুললেন স্কোয়াশ তারকা
ভারতে নারী-শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা নিয়মিত সংবাদের শিরোনামে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মধ‍্য দিয়ে যা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের কাছে।
 সেই কারনেই বিশ্ব যুব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিলেন সুইজারল্যান্ডের আমব্রে আলিঙ্কস!
বিশ্ব যুব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের আসর বসছে চেন্নাইয়ে যেখানে কিছুদিন আগে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছে ১৭ জন। আসিফা, গীতার মতো নাবালিকারা হয়েছেন যৌন লালসার শিকার। তাই নিজের মেয়েকে পাঠানোর ঝুঁকি নেননি আমব্রে আলিঙ্কসের বাবা-মা। তিনিই  সুইস এক নম্বর তারকা।
 শুধু সুইজারল্যান্ডই নয়, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইরানের মতো দেশও ভারতে দল পাঠানোর আগে নিরাপত্তা নিয়ে বিধিনিষেধ আরোপ করেছে। স্কোয়াশ তারকা আমব্রের এই ঘটনা ভারত সম্পর্কে নিঃসন্দেহে নেতিবাচক ধারণার জন্ম দেবে।