Homeঅফ-বিট"ভাষা দিবস " ~...

“ভাষা দিবস ” ~ রক্তের চাদরে লেখা অমর ২১ শে…

” হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘোরে হাতে হাতে,
মিছিলের পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট “~ শামসুর রহমান…
 
ভাষা মনের অব্যক্ত কথার বাহক। কিন্তু এই ভাষা যদি মাতৃভাষা হয় তবে তো জীবন সাবলীল হয়ে যায়। মায়ের মুখের কথা যা সময়ের সাথে সদ্যজাতকের কান আর মনের মরমী কথা, তার প্রেমটাই তো আলাদা। এ যেন সেই রাধার কথা ” কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ”। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে বাংলা ভাষা আন্দোলনের সূতিকাগার গড়তে তৎপর হলো ১৯৪৭ সাল। আসুন ইতিহাসের সাক্ষীগোপাল হয়ে আজ-কাল ধরে এগোতে থাকি পরিণতির দিকে।
Image result for ভাষা বিদস -অমর ২১ শে
সময়টা নভেম্বর মাস, পাকিস্থানের এডুকেশনাল কনফারেন্স “চলছে, উদ্যোগী হলেন সেই সময়ের শিক্ষামন্ত্রী “ফজিজুল রহমান “, আগত সকল প্রতিনিধিরা বলছেন উর্দূ একমাত্র রাষ্টীয় ভাষা হবে। প্রতিষ্ঠা করতে বিরোধিতা করেন, আর বাংলাকে সম অধিকার দিতে দাবী জানান, আর ৭ ই নভেম্বর সেই উদ্যোগকে হাতে নিয়েই সংসদে দাবি উত্থাপন। আর এখানেই শুরু হলো শত শত নাগরিকের স্বাক্ষর নিয়ে স্মারকপত্র নিয়ে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের কাছে পেশ। বিশ্ববিদ্যালয় তখন সমাবেশ আর মিছিলের ডাকে সামিল। দাবি বাংলাভাষার স্বীকৃতি।

Image result for ভাষা বিদস -অমর ২১ শে

১৯৪৮ সাল, পূর্ব পাকিস্থানে “স্টুডেন্টস লিগ ” এর জন্ম। কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তখন শেখ মুজিবর রহমান। এরা অ্যাণ্টি বেঙ্গলী পলিসির বিপক্ষে সোচ্চার প্রতিবাদী বৃন্দ। ধর্মের আড়ালে চাপান্তরের প্রতিবাদে বিবিধ ক্যাম্প করা হয়েছিল। ২৩ শে ফেব্রুয়ারি, গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরেই প্রথম বিল পেশ করা হলো। কিন্তু বাধ সাধেন লিয়াকৎ আলি খান ও খাজা নাজিমুদ্দিন। বার বার উত্থাপনের পরেও বিধি বাম হয়ে ধরা দেয়। এরপর ১১ শে মার্চ ধর্মঘট ঘোষণা করা হয়। আর এই দিনই সমাবেশ শেষ হওয়া মিছিলে পুলিশি হামলা আর গ্রেফতার হন শামসুল হক, কাজী গোলাম, মাহবুব, শেখ মুজিবর রহমান, শওকত আলী, অলি আহাদ।
Image result for ভাষা বিদস -অমর ২১ শে

গ্রেফতার কিন্তু বৃথা নয়, কারণ খাজা নাজিমুদ্দিন বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্থান দিতে একটি অঙ্গীকার নামায় সই করলেও, জিন্নাহ তা বাতিল করেন। জিন্নার মতে “উর্দু “ই পাকিস্থানের একমাত্র ভাষা। তাঁর ভাষায় ” The state language therefore, must obviously be Urdu, a language that has been nurtured by a hundred millions Muslims of this sub – continent,…………. nearest to the language used in other Islamic countries “.
Image result for ভাষা বিদস -অমর ২১ শে
এই ব্যক্তিতা প্রতিবাদের মিছিল বয়ে আনে। তবে জিন্নাহ ঢাকা ত্যাগের পর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বিস্তৃত হয়। কিন্তু জিন্নার মৃত্যুর পর নাজিমুদ্দিন জিন্নহের পদাঙ্ক অনুসরণ করেন। ১৯৪৯, ৯ ই মার্চ মৌলানা আকরাম খানকে চেয়ারম্যান করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ১৯৫০ সালের ১১ মার্চ “Dhaka University State Language Movement Committee “গঠিত হয়। ১৯৫০ সালের ১৪ ই নভেম্বর উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করার প্রস্তাব গৃহীত হয়। ১৯৫১ সালের ১১ মার্চ The Dhaka University State Language Movement “বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণার পাশাপাশি একটি স্মারকলিপি পাঠানো হয়। ১৯৫১ সালের ভাষা আন্দোলনের নেতৃত্বাধীন ছিল The Dhaka University State Language Movement Committee, সমাবেশে সক্রিয় ভূমিকায় ছিলেন কাজী গোলাম মাহবুব, অলি আহাদ, গাজীওল হক প্রমুখ।
Image result for ভাষা বিদস -অমর ২১ শে
১৯৫২ সালের ১৮ ই ফেব্রুয়ারি, পাকিস্থান সরকার ২১ ফেব্রুয়ারি ধর্মঘটের পরিপ্রেক্ষিতে পাশাপাশি ১৪৪ নং ধারা জারি করে সকল সভা সমাবেশ নিষিদ্ধ হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিলে সমাবেশ ও ১৪৪ ধারা ভাঙার অপরাধে গুলি বর্ষণ। মৃত্যুর মুখে লুটিয়ে পড়ে আবুল বরকত, আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমেদ। ভাষার মুখেতেই মিলিয়ে যায়, আর হিংস্রতার তালে তাল রেখে অহিউল্লাহ নামে এক ৯ বছরের শিশু মৃত্যুর মুখে ঢলে পড়ে। আর প্রতিবাদের রাশিচক্র মিছিলের মুখে এক হয় হাজারো মানুষ। বিপর্যয়ের মুখে পড়ে ” দি মর্নিং নিউজ “, আগুণের লেলিহান শিখা হুতাশনের মতো গ্রাস করে। তবুও থামেনি ছাত্র সমাজ, নুরুল আমিন তড়িঘড়ি করে স্বীকৃতির প্রস্তাব আনেন আর তা পাশ হয়ে যায়। ১৯৫৫ সালের ৩ রা ডিসেম্বর ভাষা আন্দোলনের দাবী বাংলা একাডেমী যাত্রা শুরু করে।
এবার সেই ব্রহ্মমূহুর্ত এসে উপস্থিত, ১৯৫৬ সালের ১৬ ই ফেব্রুয়ারি পাকিস্থানের গণপরিষদে বাংলাকে স্বীকৃতি প্রদান করা হয়, আর সংবিধানের অন্তর্গত করার জন্যই প্রস্তাব উপস্থাপন করা হয়। ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারের উদ্বোধন করা হয়। ১৯৫৬ সালের ২৬ শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা আর উর্দু পাকিস্থানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পায়। ১৯৫৭ সালের ৩ রা মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে পাকিস্থানের সংবিধানে কার্যকারী করা হয়। ১৯৫২ সালের পর থেকেই বাংলা ভাষাকে রাষ্টীয় ভাষার মর্যাদা দেওয়ার লক্ষে, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই জাতীয় দিবসটি পালন করা হয়। ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়।
Image result for ভাষা বিদস -অমর ২১ শে

এই ২১ শে ফেব্রুয়ারি হলো শহীদ রক্তের ঋণ। ঘন ঘন পথ পরিবর্তনের মধ্য দিয়ে আলাপ। বারে বারে আর্তি আর নিবেদনের সাথে অপেক্ষা প্রতিষ্ঠার। রক্তে ভেজা তুলির আঁকড়ে বাংলা ভাষার স্বীকৃতি। এই স্বাধীনতা হলো বীজ বপন আর আবাদযোগ্য ভূমি। রোপনের সাথে স্বাধীনতা বীজ আর ফসলের অঙ্গীকার – ২১ শের ভোর।

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

ভোটের বাজাারে চমক। একনাথ শিণ্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিলেন...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌

কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম। দুপুর ২.২৫ মিনিটে ফোনটি আসে প্রাক্তন বিচারপতির কাছে। তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অশোকবাবু। তার মধ্যেই কথা হয় দু’‌জনের। অশোকবাবু পরে জানান, তাঁর জীবনে এরকম ঘটনা আগে...

বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

ইডির ওপর হামলার মামলায় তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল বসিরহাট আদালত। এদিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষে শাহজাহানকে আর নিজেদের হেফাজতে চাননি তাদের আইনজীবী। তবে শাহজাহানের জামিনের আবেদনের বিরোধিতা করে তারা। এদিন আদালতে সিবিআই জানায়, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের...

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

ভোটের বাজাারে চমক। একনাথ শিণ্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিলেন অভিনেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ গোবিন্দা। সূত্রের খবর, তাঁকে প্রার্থীও করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন...

রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ৩৬টি আসন পেলে ৬ মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন তিনি। বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রের রানিকুঠিতে নির্বাচনী সভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০২১ সালে তৃণমূল সরকারকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এনেছে সিপিএম।আরও পড়ুন: ব্যক্তি...

‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা

তিনি বারবারই বলেছেন, বিবিধের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। তাঁর বক্তব্যে উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। তাঁর সভা থেকে শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি দুর্গাপুজোর উদ্বোধনও করেন, ইউনেস্কোর প্রতিনিধিদের নিয়ে রাস্তায় হাঁটেন, গুরুদ্বোয়ারায় গিয়ে পুজো...

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা

গঙ্গার তলা দিয়ে মেট্রো এখন হাওড়া পৌঁছে গিয়েছে। তাতে যাত্রীদের মধ্যে একটা খুশির হাওয়া বইছে। কম সময়ে নিরাপদে পৌঁছে যাওয়া যাচ্ছে হাওড়া স্টেশনে। এবার কলকাতা বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রো পৌঁছে যাবার উদ্যোগ নেওয়া হয়েছে। যা চলতি বছরের দুর্গাপুজোর প্রাক্কালে কাজ শেষ যাবে বলে সূত্রের...

বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর

আরও আটটি মেডিক্যাল কলেজ পাচ্ছে পশ্চিমবঙ্গ। এই আটটি নতুন মেডিক্যাল কলেজের জন্য আবেদন করা হয়েছিল। সেই আটটিরই অনুমোদন মিলেছে বলে খবর। দেশজুড়ে নতুন মেডিকেল কলেজ চালুর জন্য আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছিল। তার মধ্যে থেকে মোট ১১২টির ক্ষেত্রে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে...

Mamata calls Councillor: তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার

বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনার মধ্যেই স্থানীয় কাউন্সিলরকে ফোন তৃণমূলনেত্রী। বরাহনগর পুরসভার কাউন্সিলর রঞ্জন পালকে ফোন করে মমতা বলেন, তোমাকে প্রার্থী করতে পারলাম না। তবে ভালো প্রার্থী দিয়েছি।আরও পড়ুন: প্রচারে ব্যস্ত, ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন না...

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ উৎসবের রাশ কার হাতে থাকবে?‌ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ এই প্রশ্ন তুলে ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের দু’জন পড়ুয়া। তাঁদের অভিযোগ, গত ২১ এবং ২২ মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বরাবর...

PM Modi’s economic advisor on Kolkata: সিগারেট-মদেই ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে

জীবনে বড় কিছু করার কোনও ইচ্ছা নেই। মৃণাল সেনের সিনেমা পর্যন্তই দৌড় বাঙালিদের। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল। সিদ্ধার্থ আহলুওয়ালির 'দ্য নিওন শো' পডকাস্টে কলকাতা ও বাঙালিদের ‘অধঃপতন' নিয়ে মুখ খোলেন। তিনি দাবি করেন, বর্তমানে...

দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও

আবাস যোজনা এবং একশ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপিকে। কিন্তু তা নিয়ে গেরুয়া শিবির কোনও হেলদোল না দেখানোয় ফের সেই প্রসঙ্গ তুলে  বিজেপি তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রায় দু’সপ্তাহ ৩৫০ ঘণ্টা হয়ে গেল। বিজেপি এখনও আমার চ্যালেঞ্জ...

Rat inKMC: ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

কলকাতা পুরসভায় ইদুরের তাণ্ডব দীর্ঘদিনের। তার ওপর সম্প্রতি সাপের দেখা মিলেছে পুরসভার ট্রেজারি বিভাগে। যার ফলে পুরসভা কর্মীদের আতঙ্ক বেড়েছে। এমন অবস্থায় কামড়ের ভয়ে অনেকেই চেয়ারে পা তুলে বসে থাকছেন। এর ফলে আবার দেখা দিচ্ছে পায়ের ব্যাধি। তারওপর ইঁদুর মারার নির্দেশ নেই। কারণ বিশ্ব...