Home ব্লগবাজি ভিখারী : বৈশাখী চ্যাটার্জী

ভিখারী : বৈশাখী চ্যাটার্জী

ভিখারী        :      বৈশাখী চ্যাটার্জী
ভিখারী  :--

ওই যে স্টেশনের পাশে....
কালো নোংরা পুঁটলি নিয়ে ,
ছেঁড়া শাড়ী বিবর্ণ চালচিত্রহীন..
ভিখারী একজন....।
নোংরা শরীরে গুমোট গন্ধ ছাড়ে !
ক্ষিদে ভরা পেট -রোগা ,শীর্ণ
রোজ দেখি তাকে....
স্টেশনের একপাশে বসে ভিক্ষে করে ,
কেউ দেয় -কেউ না দিয়ে পালায় ,
কেউ দেখে -কেউ দেখার মাঝেও
অদেখা দৃষ্টি রাখে ।
ভিখারী তবু ভিখেরীর বেসে
জীবন কাটিয়ে দেয়.....।
ওঠে উন্নয়নের রব --
নেতা মন্ত্রীর দল আসা যাওয়া করে ,
প্লাটফর্ম বাড়ে --ঝাঁ চকচকে সব...
ভিখারী তবুও মলিন বস্ত্রে
বসে থাকে নীরব ,
ক্ষিদে পায় বড় --পেটেতে আগুণ জ্বলে....
জীর্ণ শরীর উঠতে পারেনা...
এককোনে পড়ে মরে !
পালা বদলায় -বদলায় দেখি
নেতা মন্ত্রীর দল....,
রঙ থেকে রঙে কত রকমারি
চিত্র -কাহিনী -চল !
শুধু স্টেশনের ধারে আজও বসে...
ছেঁড়া শাড়ী তার আরও ছিঁড়ে গেছে ,
গুমোট গন্ধে ছাতু ফোটে নিশ্চল ।।
                                  বৈশাখী চ্যাটার্জী:28/04/2017
                              

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here