Home ব্লগবাজি ভুল ধারণারা ~ সোমাদ্রি সাহা

ভুল ধারণারা ~ সোমাদ্রি সাহা

ভুল ধারণারা   ~    সোমাদ্রি সাহা
ভুল ধারণারা
~~~~~~~
বেঁচে থাকার জন্য বেচে দেওয়া ইমান
ফিরে পাবে না সময়ে নেমে আসা সিঁদুরে মেঘ।
জোরদার লেখনীর নখগুলো রাক্ষুসের হাঁটু হয়ে যায়।
এডিট করে মনের ব্যথাদের সরিয়ে দেব ফার্নেসে।
তাহলেই তপ্ত লোহার তরলে তৈরি হবে
কবিতার শক্ত সামর্থ্য হাঁটু।
বাঙালির হাঁটু অনেক কাল আগেই গোরস্থানে
অভিশাপ তো সাম্রাজ্যবাদী মুঘল নয়,
বেঁচে থাকার জন্য হিন্দুরাও বেচেছে মেধা।
অবতার দশটি আর আমি অপদার্থ।
রামকেষ্টকে অবতার বললে রাগ করতো
আমাকে অপদার্থ বলো রাগ করব না।
অনেক কিছু ভুল হচ্ছে মানেই সৃষ্টি হচ্ছে
যেদিন বুঝবে তোমার চোখের জল খনিজ হবে
খনি থেকে নতুন দেবের ব্রত উত্থিত হবে
জন্মকে আমি ভাবব, সীতার পুনর্জন্ম
             সোমাদ্রি সাহা:13/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here