Home ব্লগবাজি মনে হয় ~ বৈশাখী চ্যাটার্জী

মনে হয় ~ বৈশাখী চ্যাটার্জী

মনে হয়   ~    বৈশাখী চ্যাটার্জী
মনে হয়
**********
সেই কবে চলে গেলে --
কিছু বলা না বলার মাঝে হারিয়েছ কতবার ,
আজ তবু কেন মনে হয় একবার দেখি ,
যে তারা দূরেতে আরও দূরে থাকে -
সেই তারা মিটিমিটি আলো জ্বলা রাতে ফাঁকি দেয় ,
কিছু কথা তবু বলে রাখে --
আজ মন বড় ভারে ভারী
না বলা কথার দেশে কি জানি কি কথার সাথে
 মনের ভীষণ আড়ি ,
তবু মাঝে মাঝে কিছু ক্ষয় মনে হয় --
ভীষণ দূরের সাথে চলা জীবন
কিছুটা পরাজয় মনে হয় !
নিজেও বুঝিনা কি যে মানে তার
অপরিবর্তিত কেন পৃথিবীতে আজ কোন পারাবার ---বাধাহীন কোন পথ
কোন অজানা বেদনা --
রেখে গেছে শুধু হারানোর আগে ,
কিছু বলা না বলায় মন আজও জাগে --
সেই যে দূরের অনেক দূরের আলোছায়া
যেন চিনি তাকে শুধু মনে হয় ,
তবু সে তো কোন চেনা নয়
আলো অন্ধকারের সন্ধিক্ষণে এসে
যে তারা হারিয়েছে পথ বারবার --
জীবনের শেষ রাতে ,
কোন নিরুদ্দেশের সাথে যার হয়েছিল দেখা --
অনির্দিষ্ট ছিল তার সেই সীমারেখা
আজ শুধুই শূন্যতা থাকে কিছু ভেসে ,
অচেনা শহর -অজানা কথার দেশ
যদি বারবার খুঁজে দেখি --
সেই আলোময় রেখাহীন জীবনেতে তার
পড়ে থাক পরিচয় ,
তবু বলা না বলার সেই কথা গুলো
একবার দেখি মনে হয় ॥
 বৈশাখী চ্যাটার্জী:30/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here