Home ব্লগবাজি যদি মন্দ হই ~ বৈশাখী চ্যাটার্জী

যদি মন্দ হই ~ বৈশাখী চ্যাটার্জী

যদি মন্দ হই   ~   বৈশাখী চ্যাটার্জী
যদি মন্দ হই
*************

আজকে যদি মন্দ হই --
যেমন নষ্ট মেয়ের নষ্ট কথার উপাখ্যান
ঠিক তেমন নষ্ট হই --,

যদি জ্যোৎস্না রাতে--
আগুণ পোড়া যৌবনেতে শরীর ধুই ,
যদি মিছেই কোনো আলিঙ্গনে মত্ত হই ,

ফুলদানিতে সাজান ফুল  --
একটু যদি সুভাষ হই  ,
যদি খোঁপায় আঁটি -মন্দ কাজল মন্দ
চোখে পরিপাটি ---,

শাড়ীর পাড়ে  আটকে যাওয়া চোরকাঁটাটি --
যদি সোহাগ করে !
যদি কাঁটায় বেঁধা ভালবাসার সোহাগ হই ,

যদি স্নানের ঘরে জলের ফোঁটা
আলত করে শরীর ছোঁয় --
যদি লোমখাড়া হয় -মন্দ দুপুর -
মন্দ করে ভালবাসি ,
জলের ওপর জল হয়ে যদি একটু মন্দ হাসি --

আজকে যদি ভালর পিঠে মন্দ হই -
মন্দে না হয় একটু একটু ভাল রই ॥

                 বৈশাখী চ্যাটার্জী~ ২৮/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here