Home আপডেট রাজ্যে ডেঙ্গি আক্রান্তে শীর্ষে মুর্শিদাবাদ, বঙ্গে এখন রোগীর সংখ্যা সাতশোর কাছে

রাজ্যে ডেঙ্গি আক্রান্তে শীর্ষে মুর্শিদাবাদ, বঙ্গে এখন রোগীর সংখ্যা সাতশোর কাছে

রাজ্যে ডেঙ্গি আক্রান্তে শীর্ষে মুর্শিদাবাদ, বঙ্গে এখন রোগীর সংখ্যা সাতশোর কাছে

[ad_1]

ডেঙ্গির বাহক মশা এডিস ইজিপ্টাই শুষ্ক শীতল আবহাওয়ায় জন্মায় না। এখন রাজ্যে ব্যাপক গরম পড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মশার উপদ্রব। তাই রাজ্যজুড়ে ডেঙ্গি হচ্ছেই। রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, নতুন বছরের প্রথম তিন মাসে বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাংলায় ধীর গতিতে হলেও বাড়ছে ডেঙ্গির সংখ্যা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাতশোর কাছাকাছি পৌঁছে গিয়েছে। চার বছর আগেও এমন প্রচণ্ড দাবদাহে ডেঙ্গির কথা কেউ ভাবতে পারতেন না। কিন্তু ১ জানুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলায় এখন মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৭৪।

এদিকে সবসময়ই দেখা যেত ডেঙ্গি আক্রান্তের তালিকায় শীর্ষে থাকত উত্তর ২৪ পরগনা জেলা। কিন্তু এখন তা দেখা যাচ্ছে না। বরং শীর্ষে পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদ বলে খবর। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ডেঙ্গির এই বাড়বড়ন্তে সিঁদুরে মেঘ দেখছেন ভোটার থেকে প্রার্থী সকলেই। কারণ এখন ভোট প্রচার করতে সকলেই শহর থেকে গ্রাম বাংলায় চষে বেড়াচ্ছেন। সেখানে কারও যদি ডেঙ্গি হয় তাহলে নির্বাচনের মুখে বাড়বে চাপ। সম্প্রতি স্বাস্থ্যভবনে আয়োজিত ডেঙ্গি পর্যালোচনা বৈঠকে উঠে এল এমনই তথ্য। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভয় দিচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। রোগটা বিক্ষিপ্তভাবে এখন প্রায় সারা বছরই হয়।

আরও পড়ুন:‌ ‘আমি আমার স্ত্রীকে ছুরি মেরেছি’‌, লালবাজারে ফোন করলেন সিঁথির কেন্দ্রীয় সরকারি কর্মী

অন্যদিকে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গির এই পরিসংখ্যান মিলেছে বলেই নতুন করে ভাবনা শুরু হয়েছে। আর আক্রান্তের সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে ওভারটেক করে শীর্ষ এখন পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়া। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মালদা এবং হুগলি। আজ, সোমবার বাঁকুড়ায় সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে ভিড় বাড়বে। মশার উপদ্রব সব জেলাতেই আছে। সেখানে কাউকে কামড়ালে ডেঙ্গি হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে সারা বছর লক্ষাধিক মানুষ আক্রান্ত হন ডেঙ্গি রোগে। সেখানে ২০২৪ সালের প্রথম তিন মাসে ৫৬০ জন আক্রান্ত হন ডেঙ্গিতে। আর এপ্রিল মাসে সেই সংখ্যা পৌঁছেছে ৬৭৪।

এছাড়া ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় কলকাতা এখন ষষ্ঠ স্থানে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর থেকে মশাবাহিত এই রোগে আক্রান্ত হওয়ার খবর আসছে। সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে ৫৬৩টি নমুনা রিপোর্ট পজিটিভ হয়েছে বলে সূত্রের খবর। কম সংখ্যায় হলেও আগামী দিনে তা বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু সংক্রমণটা বিশেষত মাথাচাড়া দেয় বর্ষায়। সেখানে এখন এই পরিস্থিতিতে যাতে রাশ টানা যায় তার জন্য স্বাস্থ্যভবনের বৈঠকে সেটা নিয়ে আলোচনায় জোর দেওয়া হয়েছে। আর এখন থেকেই ডেঙ্গি নিয়ে জেলা স্বাস্থ্য প্রশাসন এবং পুরসভাগুলিকে সতর্ক হতে বলছেন স্বাস্থ্যকর্তারা।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here