Home ব্লগবাজি শান্তি ~ বৈশাখী চ্যাটার্জী

শান্তি ~ বৈশাখী চ্যাটার্জী

শান্তি   ~    বৈশাখী চ্যাটার্জী
শান্তি
**************
সমর- ফিরে এলো যুদ্ধ ক্ষেত্র থেকে -গায়ে এখনও রক্তের আঁশটে গন্ধ লেগে আছে
,কিছু বুলেটের দাগ এখন ভীষণ স্পষ্ট ,মুখে একমুখ প্রশান্তি নিয়ে প্রণাম সে  করল
মাকে -মা যুদ্ধ শেষ -আমি ফিরে এসেছি -মা অবাক হয়ে জিগ্যেস করল-- যুদ্ধ শেষ !
-আর কোন যুদ্ধ নয় ?-আর রক্তের খেলা নয় ?-আর মৃত্যু নয় ?-না- মা, আর নয় -দেখ
গোটা আকাশ জুড়ে কেমন শান্তি বইছে ,--দেখ আজ হাওয়া কত মৃদুমন্দ ,-দেখ মা ওই
পাহাড়ে আর কোন যুদ্ধের ভেরী  বাজছে না ,দেখ আর কোন বর্ডার নেই -কাঁটাতার নেই
এপার নেই -ওপার নেই -সব কেমন মিলেমিশে গেছে একাকার -ওই সাদা বরফে আর রক্ত
বিন্দু জমবে না -ভীষণ শীতে এক বুক বরফ ঠান্ডায় কোন সৈনিক আর যুদ্ধের পোশাকে
-মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে না ,আর কোন কার্গিল নয় -আর কোন  -সন্ত্রাস নয়- কেবল
শান্তি ,--আর আমার দেশের পতাকার সাথে -ওদের পতাকার কোন তিক্ততা নেই --আর কোন
হিংসা নেই -কোন কাশ্মীর আর ছেঁড়া -কাটা হবে না -একটা নতুন পৃথিবী জন্ম
নিয়েছে-মা- গো, আর কোন ভয় নেই এবার তুমি ঘুমিয়ে নাও -একটা শান্তির ঘুম ,কতদিন
থেকে মা -আমার অপেক্ষায় তোমার চোখে ঘুম নেই -দেখো আমি রবিঠাকুরের সেই বীরপুরুষ
-আমার দেশ মা-কে আমি লড়াই করে বাঁচিয়েছি, আমি ভয় পাইনি মা -প্রতিটা বুলেট সোজা
হয়ে বুক পেতে নিয়েছি আমি- পিছন ঘুড়িনি -শুধু শেষ বুলেটে আমার ঝাঁজরা হয়ে যাওয়া
শরীরটা নুয়ে পড়েছিল -তবু আমি ভুলিনি তোমাকে মা ,শেষ নিঃশ্বাসে দেশ মায়ের সাথে
তোমারও জয় গান করেছি, -তোমার মত সাহসী মায়ের ছেলে বলেই তো এটা পেরেছি আমি মা ।
কফিনের ভিতরে রক্তাক্ত লাশ সমরের -সামনে বসে মা -সত্যিই আজ ভীষণ শান্তি ॥

                                       বৈশাখী চ্যাটার্জী:02/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here