Home আপডেট ‘সংসদ ভবন কেন কপিল শর্মার শো’তে যান,’ কল্যাণকে কটাক্ষ সুকান্তের

‘সংসদ ভবন কেন কপিল শর্মার শো’তে যান,’ কল্যাণকে কটাক্ষ সুকান্তের

‘সংসদ ভবন কেন কপিল শর্মার শো’তে যান,’ কল্যাণকে কটাক্ষ সুকান্তের

[ad_1]

মিমিক্রি বিতর্কে থামতে নারাজ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি আবারও জানিয়েছেন, মিমিক্রি একটা আর্ট। দরকার হলে আবার তিনি মিমিক্রি করবেন বলে জানিয়েছে তৃণমূল সাংসদ। এবার মিমিক্রি বিতর্কে সাংসদকে কটাক্ষ  করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। একে শিল্প বলে স্বীকার করে নিয়েও তা পারফর্ম করার ‘স্থান’ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা।

সোমবার ইজেডসিসিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘মিমিক্রি অবশ্যই একটি আর্ট। কিন্তু তা করার জায়গা সংসদ ভবন বা সংসদ ভবনের সিঁড়ি নয়। আমি যদি সংসদে দাঁড়িয়ে ভারতের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করেন, তাহলে আপনার মানসিক স্থিরতা নিয়ে প্রশ্ন উঠবে। আমার মনে হয় আপনি একজন সাংসদ হওয়ার যোগ্যই নন।’ তিনি আরও বলেন, ‘যদি পারফর্ম করতে হয়, কপিল শর্মার শোয়ে কিংবা মীরাক্কেলে যান। সেখানে গিয়ে মিমিক্রি করুন, দেখতে ভাল লাগবে।’

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকের রাজনীতি কোন পর্যায়ে এসে পৌঁছেছে। একজন সাংসদ লোকসভার সিঁড়িতে দাঁড়িয়ে জোকারের মতো মিমিক্রি করছেন ভারতের উপরাষ্ট্রপতিকে। আবার সেটার সাফাই দিচ্ছেন, বলছেন মিমিক্রি একটা আর্ট।’

মিমিক্রি কাণ্ডের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়া করছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় ধর্মেন্দ্র প্রধান সোমবার বলেন, ‘‌অসভ্য হলে কারও জেল হয় না। তবে গণতন্ত্রে মানুষ কখনও তাঁদের ক্ষমা করবে না যদি তাঁরা সাংবিধানিক পদকে অসম্মান করেন। কখনও ক্ষমা করবে না যদি কেউ কৃষকের সন্তানকে অসম্মান এবং পিছড়ে বর্গ থেকে আসা ব্যক্তিকে অপমান করেন।’‌

তবে কল্যাণ অবশ্য এ সব হবে তাও জানতেন, রবিবার শ্রীরামপুরের সভা থেকে বলেছেন, শুধু দেশ নয় সারা পৃথিবী জুড়ে এ নিয়ে চর্চা চলছে। তবে তা নিয়ে বিন্দুমাত্র লজ্জিত নন। তিনি আবারও মিমিক্রি করবেন তা জানিয়ে দিয়েছেন। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here