সরাসরি পুরীর রথযাত্রা দেখুন আপনার মোবাইলে, লাইভ Streaming Video

সরাসরি পুরীর রথযাত্রা দেখুন আপনার মোবাইলে, লাইভ Streaming Video

আজ পবিত্র রথযাত্রা,  পুরীর জগন্নাথ মন্দির সহ দেশের সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি সর্বসমক্ষে বের করা হয়। তার পর তিনটি সুসজ্জিত রথে (কোনও কোনও জায়গায় একটি সুসজ্জিত সুবৃহৎ রথে) বসিয়ে দেবতাদের পুজো সম্পন্ন করার জন্য রথ টানা হয়। পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। এখানে তিন দেবতাকে গুণ্ডিচা মন্দিরে জগন্নাথদেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরীতে বছরে এই এক দিনই অহিন্দু ও বিদেশিদের মন্দির চত্বরে এসে দেবদর্শনের অনুমতি দেওয়া হয়। পুরীতে যে রথগুলি নির্মিত হয় তাদের উচ্চতা ৪৫ ফুট।

পুরী থেকে সরাসরি এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন খবর ২৪ ঘণ্টার পাতায়

https://www.youtube.com/watch?v=S-Jq3FgCliQ

লাইভ স্ট্রিমিং ভিডিও ঃ সৌজন্যে~ ওড়িশা ট্যুরিস্‌ম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here