সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার জন্য গ্রেপ্তার বিজেপি নেতা……

সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার জন্য গ্রেপ্তার  বিজেপি নেতা……

ওয়েব ডেস্কঃ    আজ সিআইডির জালে এক বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো এবং উস্কানিমূলক পোস্ট করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম বর্ধমানের হীরাপুর থেকে তরুণ সেনগুপ্ত গ্রেপ্তার হলেন। অভিযুক্ত তরুণ আসানসোলের আইটি সেলের সম্পাদক ছিলেন। কিছু দিন আগে রামনবমীর মিছিল নিয়ে অশান্ত হয়েছিল বীরভূম। অভিযোগ, সেই সময়ে বীরভূমের পুলিশ সুপার নিশাত পারভেজকে নিয়ে জাল ভিডিও ফেসবুক এবং টুইটারে তরুণ পোস্ট করেছিলেন। সেই ঘটনায় সিউড়িতে অভিযোগ দায়ের হয়েছিল। তার জেরেই আজ গ্রেপ্তারি। অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। তরুণকে এদিন সিউড়ি জেলা আদালতে পেশা করা হয়।  এই ঘটনায় অবশ্য আসানসোলের বিজেপি নেতৃত্ব ষড়যন্ত্র মনে করছে।

Image result for তরুণ সেনগুপ্ত গ্রেপ্তার হলেন

অন্যদিকে বসিরহাটের অশান্তি নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে চলেছে। কাদের মস্তিষ্ক থেকে বসিরহাটে গণ্ডগোল তাও ক্রমশ সামনে আসছে। কয়েকদিন আগেই দিল্লি ও হরিয়ানার দুই বিজেপি নেত্রী সোশ্যাল মিডিয়ায় বসিরহাটের ভুয়ো ছবি দেখিয়ে প্ররোচিত করেছিলেন। এবার খোদ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে সোশ্যাল মিডিয়ায় জাল ভিডিও চালানোর অভিযোগে পশ্চিম বর্ধমানের হীরাপুর থেকে  বিজেপি নেতা তরুণ সেনগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। গত এপ্রিলে  রামনবমীর মিছিল ঘিরে বীরভূম জেলা উত্তপ্ত হয়েছিল। পুলিশের অনুমতি নিয়ে মিছিলে বিস্তর টানাপোড়েন হয়েছিল। অভিযোগ দায়ের হয়েছিল, সেই ঘটনায় তরুণ বীরভূমের তৎকালীন পুলিশ সুপারকে কৌশলে জড়িয়ে ফেলেন। ওই বিজেপি নেতা একটি ভুয়ো ভিডিওতে দেখান এসপি নিশাত পারভেজ একটি সম্প্রদায়ের মানুষকে বেধড়ক পেটাচ্ছেন। ফেসবুক এবং টুইটারে তরুণ ওই ভিডিও পোস্ট করেন। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। সিউড়িতে তা নিয়েই অভিযোগ দায়ের হয়। বুধবার তরুণকে হীরাপুরের রাধানগর রোডে নিজের বাড়ি থেকে সিআইডি জালে তোলে। অভিযুক্ত বিজেপি নেতা আসানাসোলের বিজেপি আইটি সেলার সম্পাদক ছিলেন। তথ্য প্রযুক্তি বিশারদ তরুণের এই ভিডিওটা জাল বলে তদন্তকারীরা জানতে পারেন। সূত্রের খবর, ২০১৪ সালে ইউটিউবের পুরোনো ভিডিও বীরভূমের ঘটনা বলে চালানোর চেষ্টা করেন তরুণ।

রাজ্য সরকার ভুয়ো বা জাল ছবি এবং ভিডিও দেখিয়ে প্ররোচনা বা উস্কানি দিলে তার বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন কেউ এ ধরনের কিছু করলে শাস্তি পেতে হবে। দলীয় নেতাকে গ্রেপ্তারিতে অবশ্য মচকাচ্ছে না বিজেপি। বিজেপি সভাপতি আসানসোল জেলার তাপস রায়ের অভিযোগ, এই ঘটনা আসলে রাজনৈতিক ষড়যন্ত্র। তার বক্তব্য পুরনো একটা পোস্ট নিয়ে মিথ্যা মামলায় তরুণ সেনগুপ্তকে জড়িয়ে এই গ্রেপ্তারী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here