Home ব্লগবাজি স্বপ্ন নিয়ে ~ হরিৎ বন্দ্যোপাধ্যায়

স্বপ্ন নিয়ে ~ হরিৎ বন্দ্যোপাধ্যায়

স্বপ্ন নিয়ে   ~   হরিৎ বন্দ্যোপাধ্যায়

স্বপ্ন নিয়ে 

—————

একটানা হাঁটার ক্লান্তিতে পা কিন্তু থেমে যায় নি
অামি হাঁটছি, এখনও হেঁটে চলেছি
চোখে নানা রঙের স্বপ্নের ভিড়

আসলে স্বপ্নের কড়া নাড়া শুনে
আমি দরজা খুলতে চলেছি

সেরকমভাবে ভালোবাসাই তো হলো না
তাই ভালোবাসা আমার চুলে এসে বিলি কেটে যাক
ভবিষ্যত সন্তানের পায়ের তলায় জমা হোক
                  কিছু শক্ত মাটি —-
এসব দেখার জন্যই তো হাঁটা

প্রতিক্ষারত মনের মানুষটির দুটি চোখ
আগামীকাল ঠিকঠাক বেঁচে ওঠার জন্য
একটা নতুন সূর্যোদয় দেখব বলেই তো
                  আমার এই হাঁটা ।

আর সত্যিই তো
দরজার বাইরে কাউকে দেখতে না পেলে
দরজা খুলতে যাবার কোনো মানে হয় ?

হরিৎ বন্দ্যোপাধ্যায়ঃ১৯/৬/২০১৭

               *****************

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here