স্বাধীনতার মরীচিকা

স্বাধীনতার মরীচিকা

যে পথ দিয়ে হেঁটে চলেছি

সেই পথের দিকভ্রান্তি জানেনা মরীচিকা।

আমি তো শব্দব্যাপারী। আমি শব্দ খুঁজি।

পথ প্রান্তের উলঙ্গ যীশুদের স্বপ্নরা

আমার রুক্ষ বুকের একমাত্র সফলতা।

না জানা সেই স্থির, স্থবির ভাবনায়

একদিন স্বাধীনতার সূর্য এসে দাঁড়াবে…

সত্তর বছরের স্বাধীনতা উত্তর দিতে পারে না

আমিও পারি না, কতটা স্বাধীন

কারণ দেশ ঋণগ্রস্থ। সমাজ অর্ধশিক্ষিত।

আধপেটা মানুষের কান্নারা আমার পরিবার।

আমার দেশ আজও কাঁদছে…

 

অবকাশের উদযাপন নেই এ দেশে

আছে শুধু উল্লাস। যাপিত জীবন তা মেনে নেবে!!

না মানলে কোন দেশ রেখে যাব সংবিধান?

পথ একটাই, শপথের ভাবনারা ক্লান্তিহীন

বেঁচে থাকতে শিখুক

স্বাধীনতার একশোতে প্রকৃত হাসি চাই-

ভারতবর্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here