Home খেলাধুলো ৭৯’র ‘যুবতী’ রীতা চোকসির হাত ধরে এশিয়ান গেমসে পদকের স্বপ্ন ভারতের

৭৯’র ‘যুবতী’ রীতা চোকসির হাত ধরে এশিয়ান গেমসে পদকের স্বপ্ন ভারতের

৭৯’র ‘যুবতী’ রীতা চোকসির হাত ধরে এশিয়ান গেমসে পদকের স্বপ্ন ভারতের

প্রথমবার এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়েছে ‘ব্রিজ’। সেই খেলাতেই ভারতের প্রতিনিধিত্ব করছেন ৭৯ বছর বয়সী ‘যুবতী’ রীতা চোকসি।বাড়িতে একা একাই খেলতেন তাস।ছেলে, মেয়ে দু’‌জনের সংসার নিয়ে বিদেশে থাকছেন তিনি।৪০ টি নতুন ইভেন্টের মধ‍্যে ব্রিজের মতই অন্তর্ভুক্ত হয়েছে প‍্যারা গ্ল‍্যাইডিং,জেট স্কিয়িং।

এবারের জাকার্তায় ব্রিজে অংশগ্রহণকারী অনেকের বয়সই ৭০ বছরের উপরে। মালয়েশিয়ার লি -হুঙ্গ-ফং, ইন্দোনেশিয়ার মাইকেল ব‍্যামব‍্যাঙ হরতানো এদের মধ‍্যে উল্লেখযোগ্য। চোকসি জানালেন এই বয়সে যোগ ব‍্যায়াম এবং ব্রিদিং এক্সারসাইজ তাকে ফিট থাকতে সাহায্য করেছে।