Home বিনোদন সিনেমার পর্দায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জীবনী

সিনেমার পর্দায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জীবনী

সিনেমার পর্দায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জীবনী

ওয়েব ডেস্কঃ দেশের ইতিহাসে ভারত কেশরীর মাহাত্ম্য জনগণের সমক্ষে তুলে ধরতে চলেছেন পরিচালক মিলন ভৌমিক।  প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন কাহিনি।

Image result for 1946 the calcutta killing film

বাংলা-হিন্দি দুই ভাষাতে মুক্তি পেতে চলেছে এ ছবি। বাংলায় নাম রাখা হয়েছে ‘দাঙ্গা- দ্য রায়ট’। আর হিন্দিতে ‘১৯৪৬- দ্য ক্যালকাটা কিলিং’। দুই ভাষাতেই ভারত কেশরীর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন গজেন্দ্র চৌহান,ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান। বছর দুই আগে ছবির কাজ শুরু করেছিলেন মিলন ভৌমিক।
Image result for 1946 the calcutta killing film

কলকাতা, ত্রিপুরা, গুয়াহাটি-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।  ত্রিপুরায় ৪ এপ্রিল সিনেমাটি দেখানো হবে। উপস্থিত থাকবেন ত্রিপুরার সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও রাজ্যপাল তথাগত রায়। গুয়াহাটিতে স্পেশ্যাল স্ক্রিনিং ৮ তারিখ। কলকাতায় এপ্রিল মাসের ১০ তারিখ দেখানো হবে ছবিটি। উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সচিব তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দিল্লিতেও বিশেষ স্ক্রিনিংয়ের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here