২০০০ টাকার নোটেও কোপ !!! বাজারে অমিল ২০০০, এবার আসছে ২০০~

২০০০ টাকার নোটেও কোপ !!! বাজারে অমিল ২০০০, এবার আসছে ২০০~

ওয়েব ডেস্ক: গত ৯ মাস ধরে নোট আর ব্যাঙ্কিং নিয়ে পরীক্ষানিরীক্ষাই চালিয়ে চলেছেন কেন্দ্রীয় অর্থদপ্তর আর রিজার্ভ ব্যাঙ্ক। এবার ২০০০ টাকার নোট ছাপাই বন্ধ করেছে রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়া। মার্চ মাসের আগে থেকেই নাকি নতুন ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে আরবিআই। । গত সপ্তাহ থেকে এটিএমেও পাওয়া যাচ্ছে না ২০০০ টাকার নোট। স্টেট ব্যঙ্ক অব ইন্ডিয়ার শীর্ষ কর্তা নীরজ ব্যস এই প্রসঙ্গে জানিয়েছেন, “রিজার্ভ ব্যঙ্ক এখন আমাদের শুধু ৫০০ টাকার নোটই দিচ্ছে। আরবিআই সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৩৭০কোটি (৩.৭ বিলিয়ন) ২০০০ টাকার নোট ছাপা হয়েছে। যার মোট ভ্যালু ৭ লাখ ৪০ হাজার কোটি টাকা (৭.৪ ট্রিলিয়ন)। উল্লেখ্য, ৮ই নভেম্বর ২০১৬, কেন্দ্র সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পরই ভারতের বাজার থেকে ১০০০ এবং ৫০০ টাকার পুরনো নোট তুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট বাজারে নিয়ে আসে রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়া। সূত্রের খবর, এখনও পর্যন্ত সবথেকে বেশি, ১৪০০ কোটি (প্রায় ৯০ শতাংশ) ৫০০ টাকার নোট ছাপিয়ে ফেলেছে আরবিআই। কিন্তু এতেও সাধারণ মানুষের ‘নোট আকালের সমস্যার’ সমাধান হয়নি আমরা কাউন্টারগুলোতে ২০০০ টাকার নোট রিসার্কুলেশন করছি”।

আর এই ২০০০ টাকার নোটের বদলে রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়া এখন ২০০ টাকার নোট ছাপছে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়ার মাইসোরের প্রেসে ইতিমধ্যেই ২০০ টাকার নোট ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ‘হিন্দুস্থান টাইমস’ পত্রিকার একটি প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, আগামী মাসেই আরবিআই প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি ২০০ টাকার নোট বাজারে নিয়ে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here