Home শিক্ষা ও কেরিয়ার অনুষ্ঠিত হল ২০১৮ দ্বিতীয় বর্ষ ‘অ্যারিথমেটিক জিনিয়াস’ ইন্টার স্কুল অ্যাবাকাস কনটেস্ট

অনুষ্ঠিত হল ২০১৮ দ্বিতীয় বর্ষ ‘অ্যারিথমেটিক জিনিয়াস’ ইন্টার স্কুল অ্যাবাকাস কনটেস্ট

অনুষ্ঠিত হল ২০১৮ দ্বিতীয় বর্ষ ‘অ্যারিথমেটিক জিনিয়াস’  ইন্টার স্কুল অ্যাবাকাস কনটেস্ট
ছবি সৌজন্য অনুষ্টুপ ভট্টাচার্য

 

এস আই পি অ্যাবাকাস পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরে শিশু- কিশোর দের মস্তিষ্ক বিকাশের কর্মসূচীর কাজ চালাচ্ছে। ২০১৮ তে তাদের দ্বিতীয় বর্ষে আধ্যাত্মিক জেনুইন আন্ত: স্কুল কনটেস্ট আয়োজন করেছিল বউবাজার সেন্ট জোসেফ কলেজে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে রাজ্যের বিভিনপ্রান্তে এসআইপি অ্যাবাকাস কেন্দ্রে প্রতিটি স্কুল থেকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর শিশুদের মধ্যে প্রাথমিক রাউন্ড থেকে ১৮০০০ শিশুকে ২য় রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়েছিল । যার মধ্যে প্রায় ৪০০০ শিশু দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করে।মাত্র ১০ মিনিটে শিশুরা তাদের প্রতিঢ়ার পরিচয় দেয় । প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শিশুদের গণিতের প্রতি দক্ষতা যাচাই এবং তার উন্নতিকরধ যা ভবিষ্যতের সাফল্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ।


পশ্চিমবঙ্গ এসআইপি অ্যাবাকাসের প্রধান জানাকি ভেঙ্কট্রামানী জানালেন ” এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল শিশুদের গণিতের উপর দক্ষতার উন্নতিকরন ঘটিয়ে তাদেঊ আরও বন্ধুবৎসল করে তোলা। অ্যাবাকাস বিশ্বে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরসাহী, তানজানিয়া, মরক্কো, দঃ আফ্রিকা ও ভারত সহ ১১টি দেশে কর্মসূচী বহাল রেখেছে। প্রথম রাউন্ডে ১০২টি স্কুল অংশগ্রহণ করেছিল। ২৩শে ডিসেম্বর চেন্নাইতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।রাজ্যস্তরের ফাইনাল রাউন্ডে বিজয়ীদের মধ্যে প্রথম স্থানাধীকারিকে ১০০০০ টাকা ও ট্রফি , দ্বিতীয় স্থানাধীকারিকে ৭০০০ টাকা ও ট্রফি এবং তৃতীয় স্থান ৫০০০ টাকা ও ট্রফি দেয়া হয়‌। ফাইনাল রাউন্ডে দ্বিতীয় ক্লাসের বিজয়ীরা হল :-

∆ সঞ্জীব কুমার সামন্ত রায় (শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অফ এডুকেশন, সল্টলেক),

∆ কেতান কেজরিওয়াল ( গোস্পেল হোম স্কুল, রিষরা) ও

∆ নন্দিশ রায় চৌধুরী (সাউথ পয়েন্ট)।

তৃতীয় ক্লাসের বিজয়ীরা হলেন:-

∆ অনুলগ্না বসু (অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল),

∆ চিরন্তন ওঝা (সাউথ পয়েন্ট),

∆ সাক্ষী সিং (হেরিটেজ অ্যাকাডেমী হাই স্কুল)।

চতুর্থ ক্লাসের বিজয়ীরা হল :-

∆ দিভেশ চৌধুরী (ভারতীয় বিদ্যা ভবন),

∆ সুশান্ত ব্যানার্জি (ভারতীয় বিদ্যা ভবন) ও

∆ রায়ান চক্রবর্তী (ভারতীয় বিদ্যা ভবন)।

—– এই ৯জন বিজয়ী রাজ্য থেকে ২৩শে ডিসেম্বর চেন্নাইতে ফাইনালে অংশগ্রহণ করতে চলেছেন।