
ওয়েব ডেস্ক~ কর্ণাটকের বিধানসভা ভোটে প্রথমবারের জন্য তৈরি হল মহিলা পরিচালিত ভোট কেন্দ্র। কর্মীরা সবাই মহিলা। রাজ্যের ২২৪ টি কেন্দ্রেই রয়েছে সম্পর্ণ মহিলা পরিচালিত বুথ। মাইসোর জেলায় ২৪ টি মহিলা পরিচালিত বুথে ভোট গ্রহণ চলছে। এই জেলায় প্রত্যেক বিধানসভা কেন্দ্রে মহিলা পরিচালিত ২-৩ টি বুথ আছে।
মহিলা বুথগুলিকে বাইরে থেকে চেনার জন্য বুথগুলির ভিতরে ও বাইরে গোলাপী রং করা হয়েছে। “পিঙ্ক বুথ”গুলিকে “শাখি” নামেও অভিহিত করা হচ্ছে। বুথগুলির গেটে লেখা হয়েছে অভিনব স্লোগান ” উই গো পিঙ্ক, উই গো টু দ্য পোলস।”
মহিলা ভোটকর্মীদের পরনের পোশাক, নিরাপত্তাকর্মীদের পোশাকের রং ও গোলাপী রাখা হয়েছে ওইসব বুথে। ভোটারদের গোলাপ ফুল দিয়ে ও অভিবাদন জানানো হয়েছে এইসব বুথে।