Home ব্লগবাজি “আমি নামান্তরের যাত্রী ” ~ প্রিয়াঙ্কা সরকার

“আমি নামান্তরের যাত্রী ” ~ প্রিয়াঙ্কা সরকার

“আমি নামান্তরের যাত্রী ” ~    প্রিয়াঙ্কা সরকার

“আমি নামান্তরের যাত্রী “       

           প্রিয়াঙ্কা সরকার 

 

    পথ!  কি অপার তোমার মহিমা সৃজনে,

     তোমায় নিয়ে কবিতা লিখি,

           আর পথশিশু অদূরে ক্ষীণ ভাবে চায়।

      আমার কালি কলম পুরষ্কার,

           তার ভাতের অভাব।

   আমি মুক্ত বিহঙ্গ হয়ে পথে নেমে পড়ি,

   তুমি  ঠিকানা খোঁজো দুবেলা মাটির উপরি।

   সেদিনের কন্ঠ তোমায় উজ্জীবনে সাড়া চেয়েছিল,

   কবি সাহিত্যিক বুঝেছিলেন তুমি শ্রেষ্ঠা –

   কারণ?  মিথ্যা নেই তোমার।

 হারাবার ভয় নেই যে, তোমার,

    আমার মরণের ভয়, অসম্মানের ভয়,

তোমার কথা শুধুই দুবেলা ভাতের অভয়।

 আহা সেই পাটনী মনে পড়ে আজ,

  সর্বকালের মায়ের আবেদন,

  বিষয় বিষ , তবু পথের যাত্রা অহর্নিশ –

পথে নেমে শিশুর দল, বুভুক্ষ মানুষ

 তবু এটাই সমাজের নিত্য দিক।

হাভাতে বলছিলে  তোমরা?

কেন?

যেদিন এই শিশুতে তুমি মায়ের ডাক শুনতে চেয়েছিলে?

 মাতৃত্ব ছিল না বলে?  নাকি সন্তান সুখ আস্বাদনে

আলাদা মনের এ কি নগ্ন কারক অহর্নিশ।

তোমার অন্ন তুমি পেয়েছ আজ প্রদও প্রারব্ধে,

তাই হুংকার তোমার, তাই না?  

অহংকারে বোধ হারিয়েছ?

পথের বোল তাই পাল্টে দিলাম আজ –

ঠিক, আমি নামান্তর বিহঙ্গ সুখ নয়,

এ সুখ চলমানতায় সীমাহীন অনন্তের ডাক।

এসো সাথী হও পথ হোক মুক্তাঙ্গন সবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here