Home আপডেট কমনওয়েলথে ভারতের ঝুলিতে অষ্টম সোনা,মেহুলী পেলেন রুপো

কমনওয়েলথে ভারতের ঝুলিতে অষ্টম সোনা,মেহুলী পেলেন রুপো

কমনওয়েলথে ভারতের ঝুলিতে অষ্টম সোনা,মেহুলী পেলেন রুপো

১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন জিতু রাই। স্কোর হল ২৩৫.১।  অষ্টম সোনা পেল ভারত। এছাড়াও পঞ্চম দিনে চারটি পদক পেয়েছে ভারত। ভারতের মোট পদকের সংখ্যা হল ১৭। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়লেন জিতু। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন  ওমপ্রকাশ মিথারভাল।
Image result for mehuli commonwealth
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেলেন বাংলার মেহুলি ঘোষ। সিঙ্গাপুরের মার্টিনা লিন্ডসে ভেলোসোর লড়াই করেও অল্পের জন্য সোনা হাতছাড়া হলো মেহুলির। শুট-অফে মেহুলি ও মার্টিনার মধ্যে ফলাফলের  নিস্পত্তি হয়৷ দু’জনেই নতুন গেমস রেকর্ড করেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের অপূর্বী চান্দেলা।

Image result for pradip singh 105kg weightlifting commonwealth
পুরুষদের ভারত্তোলনের ১০৫ কেজি বিভাগে রুপো পেলেন প্রদীপ সিংহ। পুরুষদের টেবল টেনিস দলও সিঙ্গাপুরকে ৩-২ ফলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে।

২০১৬ তে জাতীয় রাইফেল শ্যুটিংয়ে ৯টি পদক নিশ্চিত করেছিলেন বৈদ্যবাটির কামারপাড়ার মেহুলি ঘোষ। সিনিয়র বিশ্বকাপের আসরেও জোড়া ব্রোঞ্জ পেয়েছিলেন মেহুলি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here