Home খেলাধুলো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করল হংকং

এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করল হংকং

এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করল হংকং

তৃতীয়বারের মতো এশিয়া কাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করল হংকং। টুর্নামেন্টের বাছাইপর্বের ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরশাহীকে ,হংকং ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।২০০৪ ও ২০০৮ সালের এশিয়া কাপে খেলেছিলো হংকং। ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় হংকং। বৃষ্টির কারণে স্বল্পদৈর্ঘ্যের ম্যাচে ২৪ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান করে সংযুক্ত আরব আমিরশাহি। সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার আশফাক আহমেদ। হংকংয়ের হয়ে ২৮ রানে ৫ উইকেট নেন আইজাজ খান।

জবাবে ব‍্যাট করতে নেমে ডাকওয়ার্থ লুইসের জন্য ১৭৯ রানের টার্গেট পায় হংকং।
২৩.২ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান করে হংকং। ওপেনার নিজাকাত খান ৩৮ ও ক্রিস্টোফার কার্টার ৩৩ রান করেন। এশিয়া কাপের ‘এ’ গ্রুপে খেলবে হংকং। তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ১৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করবে হংকং।