Home বিনোদন ঘোষনা হল স্বরসম্রাট ফেস্টিভ্যাল ২০১৮’র

ঘোষনা হল স্বরসম্রাট ফেস্টিভ্যাল ২০১৮’র

ঘোষনা হল স্বরসম্রাট ফেস্টিভ্যাল ২০১৮’র
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল ২০১৮’র ঘোষনা করা হল সম্প্রতি। ২০১৩ সালে আজ থেকে ৭ বছর আগে
যাত্রা শুরু হয়েছিল এই ফেস্টিভ্যালের । পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার তাঁর শিক্ষাগুরু ওস্তাদ আলি আকবর খানকে শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ২০১৩ সালে । গুটি গুটি পায়ে পথচলা শুরু করা সেই অনুষ্ঠান সাত বছর পেরিয়ে আজ ‘শ্রদ্ধার্ঘ্য’ নিবেদনের এক ‘মহিরুহ’ ফেস্টিভ্যালে পরিনত হয়েছে। শিক্ষাগুরুকে শ্রদ্ধা জানাতে পন্ডিত তেজেন্দ্রনারায়ণ আয়োজন করতে চলেছেন ‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল ২০১৮’র। আগামী ৮, ৯ এবং ১৫,১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল কাম অনুষ্ঠান।

ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

পণ্ডিত শিবকুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত যশরাজ, পণ্ডিত বিরজু মহারাজ, গিরিজা দেবী, ওস্তাদ জাকির হুসেন থেকে শুরু করে একাধিক প্রথিতযশা শিল্পী এই অনুষ্ঠানের মন্ঞ্চ আলোকিত করেছেন অতীতে। সময়ের সাথে সাথে মানুষের প্রত্যাশা বেড়েছে। এবছর বার এই অনুষ্ঠানে সেভেন্থ টাইম অর্থাৎ সপ্তমবার উপস্থিত হচ্ছেন জাকির হোসেন। থাকছেন একাধিক প্রথিতযশা শিল্পীরা।
প্রথম দু’দিনের অনুষ্ঠান হবে মধুসূদন মঞ্চে। পরের দু’দিন নজরুল মঞ্চে হবে অনুষ্ঠান।