Home বিনোদন শিশির মন্ঞ্চে আয়োজিত হয়ে গেল ‘নৃত্যাঙ্গ ডান্স ফেস্টিভ্যাল’

শিশির মন্ঞ্চে আয়োজিত হয়ে গেল ‘নৃত্যাঙ্গ ডান্স ফেস্টিভ্যাল’

শিশির মন্ঞ্চে আয়োজিত হয়ে গেল ‘নৃত্যাঙ্গ ডান্স ফেস্টিভ্যাল’
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

সম্প্রতি শিশির মন্ঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ‘নৃত্যাঙ্গ ডান্স ফেস্টিভ্যাল’। সিউলি মুখার্জী চ্যাটার্জী একজন স্বনামধন্য ভরতনাট্যম শিল্পী এবং শিক্ষিকা। অত্যন্ত ছোট বয়সেই গুরু থাঙ্কোমনি কুট্টির কাছে শিখে তিনি তার নাচের কেরিয়ার শুরু করেছিলেন। ভারত সরকারের তথ্য সংস্কৃতী দপ্তর থেকে ভরতনাট্যমের জন্য পেয়েছেন ন্যাশনাল স্কলারশিপ অ্যাওয়ার্ড। ৩০ বছর বয়সেই দেশে বিদেশের বহু জায়গায় নৃত্য পরিবেশন করে সম্মানিত হয়েছেন পুরষ্কারে। শিল্পী তার ক্লাসিক্যাল ঘরানার নৃত্যশৈলীর ব্যাপ্তি ঘটানোর জন্য উদ্ধোধন ‘নৃত্যাঙ্গন কলা কেন্দ্র’ নামক এক ক্লাসিক্যাল নৃত্যের স্কুল । নতুনদের পাশপাশি এই নৃত্য উৎসবে ভরতনাট্যম নৃত্য পরিবেশন করলেন জয়া শীল ঘোষ,কত্থক পরিবেশন করলেন শিখা ভট্টাচার্য।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘দ্য ড্যান্স ইন্ডিয়া ম্যাগজিন’র প্রধান সম্পাদক বি.আর.বিক্রম কুমার।

ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য