Home খেলাধুলো বক্সিং ডে টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত

বক্সিং ডে টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত

বক্সিং ডে টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত

∆ ভারত :-

১ ম ইনিংস

৪৪৩/৭ ডিক্লেয়ার

( পূজারা ১০৬)

২য় ইনিংস :-

১০৬/৮ ডিক্লেয়ার

( মায়াঙ্ক ৪২)

∆ অস্ট্রেলিয়া :-

১৫১/১০

( হ্যারিস ২২, পেইন ২২)

২য় ইনিংস

২৫৮/৮

( শন মার্শ ৪২,প্যাট কামিন্স ৬১* )

বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের দোরগোড়ায় বিরাট বাহিনী। তবে ভারত আর জয়ের মাঝে কাটা হয়ে দাঁড়াতে পারে মেলবোর্নের ‘থান্ডার স্ট্রম’ এবং প্যাট কামিন্স। ৩৯৯ রান তাড়া করতে নেমে চুতর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেট ২৫৮৷ ৬১ রানে অপরাজিত কামিন্স৷ ৬ রানে অপরাজিত কামিন্সের সঙ্গী নাথান লায়ন৷ অষ্টম উইকেটে লায়নের সঙ্গে ৪৩ রান যোগ করেছেন কামিন্স৷ সপ্তম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গেও ৩৯ রানের পার্টনারশিপ গড়েন কামিন্স।
৩৭ বছর পর মেলবোর্নে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে।

৫ উইকেটে ৫৪ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। দ্রুত তিন উইকেট হারিয়ে লাঞ্চের আগেই ইনিংস ডিক্লেয়ার করে ভারত। মায়াঙ্ক অাগরওয়াল সর্বোচ্চ ৪২ রান করেন। ৫ রানে কামিন্সের বলে আউট হন রবীন্দ্র জাদেজাও। ঋষভ পন্থ ৩৩ রানে হ্যাজেলউডের বলে আউট হলেই ডিক্লেয়ার দেন বিরাট। ২৭ রানে দিয়ে ৬ উইকেট নেন কামিন্স।