Home শিক্ষা ও কেরিয়ার পরীক্ষায় বসতে পারলেন না অনেক পড়ুয়াই

পরীক্ষায় বসতে পারলেন না অনেক পড়ুয়াই

পরীক্ষায় বসতে পারলেন না অনেক পড়ুয়াই

নিট তথা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্টে দেশের প্রায় ২০ লাখেরও বেশি পরীক্ষার্থীর যোগদানের কথা ছিল। ফণীর জেরে ওড়িশার পরীক্ষার্থীরা এদিন এই পরীক্ষায় বসতে পারেননি। আধার কার্ড না নিয়ে যাওয়ার জন্য রাজ্যের অসংখ্য পরীক্ষাকেন্দ্রে সময়ে এসেও পরীক্ষায় বসতে পারেননি। ফলে সারা বছর ধরে যে প্রস্তুতি তাঁরা নিয়েছিলেন তার সবটাই ব্যর্থ হলো।পরীক্ষার্থীর অভিভাবক বলেন, অ্যাডমিট কার্ডে কোথাও লেখাই ছিল না মূল আধার কার্ড সঙ্গে আনতে হবে পরীক্ষার্থীদের।অন্যদিকে কর্ণাটকে হাম্পি এক্সপ্রেস প্রায় ছ’ঘণ্টা দেরি করায় প্রায় ৫০০ ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসতে পারেননি। এই নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ দপ্তরে ছাত্রছাত্রীরা অভিযোগ জানিয়েছেন। অভিযোগ উঠছে, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে খাতা দেওয়ার কথা থাকলেও এই রাজ্যের কয়েকটি কেন্দ্রে তা হয়নি। তাছাড়া ইংরেজিতে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের অনেককে বাংলা প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষায় ফিজিক্স প্রশ্নপত্র একটু কঠিন ছিল বলে বিভিন্ন মহল বলা হলেও বাকি দু’টি বিষয় অর্থাৎ কেমেস্ট্রি ও বায়োলজি নিয়ে তেমন কোনও অভিযোগ করেননি অধিকাংশ ছাত্রছাত্রীই।