Home আপডেট Abhishek Banerjee: ‘তার মানে এই না যে অভিষেক বলেছে, আমি আর দলের কোনও কাজ করব না’

Abhishek Banerjee: ‘তার মানে এই না যে অভিষেক বলেছে, আমি আর দলের কোনও কাজ করব না’

Abhishek Banerjee: ‘তার মানে এই না যে অভিষেক বলেছে, আমি আর দলের কোনও কাজ করব না’

[ad_1]

দলে বয়ঃসীমা আরোপ নিয়ে বিতর্কে মুখ খুপললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে ‘বার্ধক্য ভাতা’ প্রদান অনুষ্ঠানে তিনি নবীন – প্রবীণ দ্বন্দ নিয়ে যাবতীয় বিবাদের জল্পনা উড়িয়ে দিয়েও নিজের অবস্থানে অনড় রইলেন। সঙ্গে বললেন, আমার যতটা ক্ষমতা বা এক্তিয়ার রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব। যাতে প্রশ্ন উঠছে, তবে কি নিজেকে মমতার থেকেও বড় নেতা ভাবছেন অভিষেক।

এদিন অভিষেক বলেন, ‘অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলে দ্বন্দ। আমি বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ। কোথাও কোনও দ্বন্দের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে জায়গা দিয়েছে পালন করেছি। ২০২১ সালের নির্বাচনে দল আমাকে সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল ২০২৩ সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল আমি করেছি। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে বলেছিল আমি আমার সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। ২০২৪ সালেও দল যদি কোনও দায়িত্ব দেয় আমি অক্ষরে অক্ষরে সেটা পালন করার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল পরিচালনা করছেন। আমার যতটা ক্ষমতা বা এক্তিয়ার রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব। এতে দ্বিমত কোথায়?’

দ্বন্দ অস্বীকার করলেও নবীন – প্রবীণ নিয়ে নিজের বক্তব্যে অনড় থাকেন অভিষেক। বলেন, ‘হ্যাঁ আমি বলেছি, বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি আড়াই মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল ৩৬। ৭০ বছর বয়স হলে আমি আড়াই মাস রাস্তায় থাকতে পারব? পারব না, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা একটু হলেও তো কমবে। ২০ বছর পরে আমার কর্মক্ষমতা একটু হলেও কমবে। তিরিশ বছর পর আরও কমবে। ৪০ বছর পর আরও কমবে। এটা তো ধ্রুব সত্য, অস্বীকার করার কী আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, আমি আর দলের কোনও কাজ করব না’।

তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে। তার সহকর্মী সাথী যারা পাশে রয়েছে। নতুন যারা এসেছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে আমি দলের অনুগত সৈনিকের মতো গলা কেটে দিলেও দলের সঙ্গে আছি। যতদিন বাঁচব জয় বাংলা বলব। এতে অন্তর্দ্বন্দ, দ্বিমত, গৃহদাহ এসব কোথা থেকে আসছে?’

অভিষেকের প্রশ্ন, ‘২০২৪ সালে প্রার্থী হলে আমাকে নিজের লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই আমি অনেক বড় নেতা, নিজের লোকসভা দেখব না। আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে? ভোটের সময় আপনার মানুষের কাছে পৌঁছনো আপনার দায়িত্ব নয়?’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here