Home খেলাধুলো পূজারার শতরানে ভর করে অ্যাডিলেডে লড়াইয়ে ফিরল ভারত

পূজারার শতরানে ভর করে অ্যাডিলেডে লড়াইয়ে ফিরল ভারত

পূজারার শতরানে ভর করে অ্যাডিলেডে লড়াইয়ে ফিরল ভারত

∆ ভারত ১ম ইনিংস :-

২৫০/৯

(পূজারা ১২৩, রোহিত ৩৭)

অ্যাডিলেডে প্রথম টেস্টেই শুরুতেই ব্যাটিংয়ের বিপর্যয়ের সম্মুখীন হয় বিরাট বাহিনী। লড়াই করলেন চেতেশ্বর পূজারা। পূজারার শতরান ভারতকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়।তাকে যোগ্য সঙ্গত দেন অশ্বিন (২৯),পন্থ (২৫) ও রোহিত (৩৭)। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ২৫০। শেষবেলায় ওভারের শেষের দিকে পরের ওভারের জন্য স্ট্রাইক নিতে গিয়ে তাড়াতাড়ি করতে গিয়ে ১২৩ রানে রান আউট হন পূজারা।

প্রথম টেস্টে অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শুরুতেই ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। রাহুলকে মাত্র ২ রানে আউট করেন হ্যাজেলউড। বিজয় ১১ রান করে মিচেল স্টার্কের বলে,অধিনায়ক কোহলি ৩ রান করে প্যাট কামিন্সের বলে, রাহানে ১৩ রানে করে হ্যাজেলউডের বলে আউট হতেই নড়ে যায় ভারতের টপ অর্ডার। এরপর পূজারার সঙ্গে ৪৫ রানের পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা। ৩৭ রানে লিওনের বলে আউট হন তিনি। ঋষভ পন্থকে ২৫ রানে আউট করেন লিওন।৭৬ বলে ২৫ রান করে পূজারার সঙ্গে ৬২ রানের পার্টনারশিপ করার পর অশ্বিনকে ফেরান হ্যাজেলউড। ইশান্ত আউট হওয়ার পর মহম্মদ শামিকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতরান ও কেরিয়ারের ১৬তম শতরান করলেন পূজারা। ২৪৬ বলে ১২৩ রান করে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়ে রান আউট হন পূজারা।