Big Breaking: আধার কার্ডের নামে জনগনের তথ্য-গোপন করার ‘মৌলিক অধিকার’ খর্ব করা যাবেনা~ ঐতিহাসিক রায় সুপ্রিমকোর্ট এর

Big Breaking: আধার কার্ডের নামে জনগনের তথ্য-গোপন করার ‘মৌলিক অধিকার’ খর্ব করা যাবেনা~ ঐতিহাসিক রায় সুপ্রিমকোর্ট এর

News Desk: আধার কার্ড বাধ্যতা মূলক করার জন্য প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার  বিভিন্ন সামাজিক উন্নয়মমূলক প্রকল্প ও আয়করের ক্ষেত্রে এই ব্যাবস্থাকে জোর দিয়ে জনজীবনে প্রতিফলিত করতে উদ্যোগী হয়েছেন কিন্তু আজ প্রতিটি ভারতবাসীর ব্যাক্তিগত তথ্য গোপন করার মৌলিক আধিকারকে নিয়ে  সুপ্রিমকোর্টে বড় ধাক্কা খেলো কেন্দ্র। “গোপনীয়তা মৌলিক অধিকার। গোপনীয়তা রক্ষার অধিকার হরণ বেআইনি।” ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দিল।

এদিনের এই রায়ের ফলে আধার কার্ডের জন্য যে তথ্য নেওয়া হয়েছিল তা নিয়ে এবার সম্পুর্ন যাচাই করা হবে। কারণ আধার কার্ডের জন্য নাগরিকদের অনেক গোপন তথ্য নিয়েছে সরকার ।  কিন্তু আগামিদিনে সেই তথ্য বেহাত হবে না তার কোনও নিশ্চয়তা এখনও কেউ দিতে পারেনি। সেই তথ্য ফাঁস হলে বিপন্ন হবে নাগরিকদের মৌলিক অধিকার। ফলে কেউ তা নিয়ে অভিযোগ জানালে আদালত তা নিয়ে সিদ্ধান্ত নেবে। ফলে আধার কার্ডের তথ্য কীভাবে সরকার কাজে লাগাচ্ছে তা খতিয়ে দেখা হতে পারে বা সরকারকে এই নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করতে পারে। এই মুহূর্তে আদালতে আধার নিয়ে মামলা চলছে। গোপনীয়তা রক্ষা নিয়ে রায় জানানোর পর সেই মামলাতেও আদালত নিজেদের রায় জানাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here